1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলবায়ু কূটনীতি চূড়ান্ত করতে ব্যর্থ ইইউ নেতারা

২১ ফেব্রুয়ারি ২০২৩

চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে জাতিসংঘের আয়োজনে যে জলবায়ু সম্মেলন হবে সেখানকার আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের নেতাদের ভূমিকা কী হবে, তা চূড়ান্ত করার শেষ দিন ছিল সোমবার৷ কিন্তু একটি বিষয়ে একমত হতে পারেননি নেতারা৷

https://p.dw.com/p/4NmdH
জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারা
জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারাছবি: INA FASSBENDER/AFP/Getty Images

সেটি হচ্ছে, কী দিয়ে হাইড্রোজেন উৎপাদন করা হবে- আণবিক শক্তি, নাকি নবায়নযোগ্য জ্বালানি দিয়ে?

কার্বন নির্গমন কমাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ভবিষ্যতে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার করতে চায় ইইউ৷

ফ্রান্স তার বিদ্যুতের প্রায় ৭০ শতাংশ পরমাণু শক্তি দিয়ে উৎপাদন করে৷ তাই কার্বন নির্গমন কমাতে পরমাণু শক্তির অবদানকে গুরুত্ব দেয়, এমন ইইউ নীতি চায় তারা৷ এক্ষেত্রে ফ্রান্সের সঙ্গে আছে হাঙ্গেরি ও চেক প্রজাতন্ত্র৷

অন্য পক্ষে আছে জার্মানি ও স্পেন৷ তারা নবায়নযোগ্য জ্বালানি দিয়ে তৈরি হাইড্রোজেন দিয়ে কার্বন নির্গমন কমাতে চায়৷

এই দুই পক্ষের কারণে ইইউর জন্য নতুন নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এখনও সম্ভব হয়নি৷ এছাড়া একটি হাইড্রোজেন পাইপলাইন প্রকল্পের বাস্তবায়নও হূমকির মুখে পড়েছে৷

জার্মানিতে তৈরি হাইড্রোট্রেন

সোমবার ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে জলবায়ু কূটনীতির বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা ছিল৷ ইইউ কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, শুধু একটি বিষয় ছাড়া বাকি সব ঠিক হয়ে গেছে৷ জীবাশ্ব জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শেষ করার পক্ষে সমর্থন দিতে একমত হয়েছেন ইইউ নেতারা৷ শুধু হাইড্রোজেন উৎপাদনের কৌশল চূড়ান্ত করা যায়নি বলে জানান তারা৷

তবে ইইউর পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেপ বরেল আশা করছেন, কয়েকদিনের মধ্যে সদস্যরাষ্ট্রগুলো একমতে পৌঁছতে পারবে৷

জেডএইচ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন সংবাদগুলো

সংবাদগুলো