1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
জলবায়ুমিশর

জলবায়ু সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে ‘ঐকমত্য’

১৯ নভেম্বর ২০২২

মিশরের শারম আল শাইখে জলবায়ু সম্মেলনে প্রাকৃতিক দুর্যোগ কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থ সহায়তা প্রদানের বিষয়ে একমত হতে পেরেছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা সম্মেলনের পরিধি একদিন বাড়িয়ে দিয়েছে৷

https://p.dw.com/p/4JmYj
মিশরে লস এন্ড ডেমেজ ফান্ড গঠনে একমত প্রতিনিধিরা৷
জলবায়ু সম্মেলনে সংবাদ সম্মেলনছবি: Thomas Trutschel/photothek/IMAGO

ধনী এবং উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ‘লস অ্যান্ড ড্যামেজ' তহবিল গঠন নিয়ে আলোচনা প্রত্যাশিত সময়ের চেয়েও দীর্ঘ হতে শুরু করে৷ নয় নভেম্বর শুরু হওয়া জলবায়ু সম্মেলন ১৮ নভেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি৷ বরং ১৯ নভেম্বর বাড়তি দিনে ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয় সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের প্রতিনিধিরা৷ ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রসহ একাধিক সূত্র নিশ্চিত করেছে এই তথ্য৷

সম্মেলনে অংশ নেয়া মালদ্বীপের পরিবেশমন্ত্রী আমিনাথ শোনা বলেন, ‘লস অ্যান্ড ড্যামেজ' নিয়ে একটি ঐকমত্য তৈরি হয়েছে৷ তবে, সেটি আজকে ভোটাভুটিতে অনুমোদিত হতে হবে৷''

প্রসঙ্গত, মিশরের শারম আল শাইখে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নিয়েছেন ১৯৮টি দেশের প্রায় ৩০ হাজার মানুষ৷ বাংলাদেশ থেকেও সেখানে অনেকে অংশ নিয়েছেন৷ মিশরের সম্মেলনকেন্দ্রে ডয়চে ভেলের সাংবাদিক যুবায়ের আহমেদকে জলবায়ু বিশেষজ্ঞ সালিমুল হক বলেন, ‘‘২৭তম কপ আমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন৷ আমি এটাকে বলি জলবায়ু পরিবর্তনের আসল রূপের যুগে প্রথম কপ৷ কারণ এখন আমাদের ‘লস অ্যান্ড ড্যামেজ' হচ্ছে, আগে হতো না৷ আগে ছিল যে আমরা কীভাবে ঠেকাবো৷ আমরা ঠেকাতে পারিনি৷''

তিনি বলেন, অতএব নতুন একটা বিষয় এখানে আমরা আলোচনা করছি৷ সেটা হচ্ছে, বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণ আমরা কীভাবে আদায় করতে পারি৷''

জলবায়ু সম্মেলনের এই পরিচিত মুখ বলেন, ‘‘আমাদের প্রথম সক্ষমতা হয়েছিল যে আমরা এটাকে এজেন্ডাতে আনতে পেরেছিলাম৷ এটা আমরা অনেকদিন ধরে চেষ্টা করেছি, পারিনি৷ এবারে আমরা সক্ষম হয়েছি৷ এবং এটা এজেন্ডাতে আনাতে গত দুই সপ্তাহ ধরে খুব ভালো আলোচনা হচ্ছিল৷ এখন আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছি৷ এখন আমাদের দাবি হচ্ছে, এই কপে যেন আমরা নতুন একটা তহবিল নিয়ে সম্মত হতে পারি৷'' 

‘‘আমরা আশা করি আজকে শেষ হবে৷ নাহলে আগামিকাল শেষ হবে,'' যোগ করেন হক৷

জলবায়ু সম্মেলনের বাড়তি দিনে টুইটারে আয়োজিত ডয়চে ভেলের আলোচনায় অ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির জানান যে, এবার বাংলাদেশের অর্জন হলো বাংলাদেশ ‘লস অ্যান্ড ড্যামেজ' ফান্ডের বিষয়টি এজেন্ডায় তুলতে পেরেছে৷ 

তিনি বলেন, ‘‘বাংলাদেশ যা যা করে সেটাকে তুলে ধরার একটা সুযোগ থাকে কপ সম্মেলনে৷ আর্লি ওয়ার্নিং, অ্যাডপটেশন, উওমেন লেড এমার্জেন্সির মতো বিষয়গুলোতে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে৷''

‘‘এবারের সম্মেলনে সরকারি পর্যায় থেকে আমাদের প্যাভেলিয়ন করা এবং অনেক ধরনের অনুষ্ঠানের ব্যবস্থা করাটা ভালো দিক ছিল৷ তবে, আসল বিষয় হচ্ছে কার্বন নির্গমণ কমানো৷ সেখানে বাংলাদেশ কেন, কেউ কোনো অর্জন করতে পারেনি৷ কার্বন নির্গমন কমেনি,'' যোগ করেন তিনি৷

ফারাহ কবির বলেন, ‘‘অ্যাডাপশনের ফান্ড নিয়ে যেটা প্রতিশ্রুতি ছিল, সেটাও ফুলফিল হয়নি৷ এবং অনেকে মনে করেন লস এন্ড ডেমেজের কথা বললে এডাপটেশনের ফান্ড কমে যাবে৷ আবার অনেকে বলেন যে এখন দুঃসময়৷

তার কথায়, ‘‘ভালো সময়েও তারা টাকা দেয়নি, অ্যাডপটেশনেও তারা প্রতিশ্রুতি মতো টাকা দেয়নি, মিটিগেশনে হয়ত একটু বেশি বিনিয়োগ করেছে৷ কিন্তু তাও রিনিউবেল, গবেষণার জন্য যেভাবে করা উচিত করা হয়নি৷''

উল্লেখ্য, ২০১৫ সালে প্যারিস চুক্তিতে দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যে তাপমাত্রা বৃদ্ধি প্রাক শিল্পায়ন যুগের তুলনায় এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার জন্য যা করা দরকার, তা তারা করবে৷ তবে এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি৷