1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জলাভূমি বাঁচাতে লড়াই

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৭ মার্চ ২০১৭

পশ্চিমবঙ্গে ৫৪ বিঘার এক বিশাল জলাশয় বুজিয়ে পাতা হবে রেলপথ৷ এই পরিবেশ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে একজোট হয়েছেন এলাকার মানুষ, চলছে বিক্ষোভ৷

https://p.dw.com/p/2ZMMY
প্রতীকী ছবি
ছবি: picture-alliance/dpa

বিতর্কের মূলে এক বিরাট জলাশয় ও তার ভরসায় বেঁচে থাকা এক অখ্যাত গ্রাম৷ দুয়েরই নাম ভাবাদীঘি৷ ব্লক গোঘাট ১, থানা গোঘাট, মহকুমা আরামবাগ, জেলা হুগলি৷ ১৯৯৯ থেকে ২০০০ সালে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকার সময়, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের সিদ্ধান্ত নেন৷ সেই মতো জরিপ করে রেল প্রস্তাবিত লাইনের ম্যাপ বানায়৷ ২০০৯ সালে মমতা ব্যানার্জি ফের রেলমন্ত্রী হলে লাইন বসানোর কাজ গতি পায়৷ ধাপে ধাপে তারকেশ্বর থেকে আরামবাগ, আরামবাগ থেকে গোঘাট ট্রেন চলাচল শুরু হয়৷ আর এদিকে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত রেল চালু হয়ে যায়৷ কিন্তু সেই ২০১০ থেকে আজ অবধি গোঘাট ও ময়নাপুরের মধ্যে রেল যাতায়াত চালু হওয়া পরের কথা, রেল লাইনও পাতা হয়নি৷

দিলীপ পণ্ডিত

এবার অবশ্য হঠাৎই সেই কাজ গতি পেয়েছে৷ তবে বদলে গিয়েছে রেলপথের নকশা৷ প্রস্তাবিত লাইনটি ভাবাদীঘির উত্তর দিকে অন্তত ২০০ মিটার দূরত্বে মাঠের মধ্যে দিয়ে যাবার কথা ছিল৷ গ্রামবাসীদের অভিযোগ, ২০০৯ সালে কাজ শুরু হলে দু'বার লাইনের ম্যাপ বদলে ফেলা হয়৷ দ্বিতীয় ম্যাপে ভাবাদীঘির উত্তরপাড় দিয়ে (জল না ছুঁয়ে) লাইন যাবে এমন কথা রেলের তরফে ছড়িয়ে দেওয়া হয়৷ আর এখন সিদ্ধান্ত হয়েছে, রেল লাইন যাবে দীঘির মাঝখান দিয়ে৷ দীঘি বুজিয়ে দু'ভাগ করে৷ ২০১০ সালের শেষদিকেই এটা গ্রামবাসীরা বুঝতে পারেন৷ গোটা গ্রাম বেঁকে বসে৷ অভিযোগ, পার্শ্ববর্তী গোলপুর গ্রামের প্রভাবশালী জনৈক পিডাব্লিউডি অফিসারের খাতিরেই রেল এমন সিদ্ধান্ত নিয়েছে৷ ঐ অফিসারের ধানজমির উপর দিয়ে রেলপথ যাবার কথা হয়েছিল৷

ভাবাদীঘির মাপ ৫৪ বিঘে৷ তাকে ঘিরে শ'‌দুয়েক ঘরের ভাবাদীঘি গ্রাম৷ গ্রামবাসীদের ৯৬ দশমিক ৩৯ শতাংশ তপশিলি জাতিভুক্ত৷ চাষের মাঠে জনমজুরিই প্রধান পেশা৷ খুব কম লোকের সামান্য নিজস্ব জমি আছে৷ সঙ্গে রয়েছে গরু, হাঁস, মুরগি পালন আর মাছচাষ৷ জনজীবন অনেকটাই ভাবাদীঘির ওপর নির্ভরশীল৷ সেই দীঘি বোজানোর বিরুদ্ধে সঙ্গত কারণেই একজোট হয়েছেন সবাই৷ আদালতে মামলা করে আজ ছ'বছর হয়ে গেল, এলাকার মানুষই আটকে রেখেছেন সরকারের এই পরিবেশবিরোধী হঠকারিতাকে৷

কিন্তু শেষ বিধানসভা ভোটের পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে৷ আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার নাকি বোঝাতে শুরু করেন, এটা স্বয়ং মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প৷ কাজেই দীঘি বুজিয়ে রেললাইন অবশ্যম্ভাবী৷ তাঁর যুক্তি, দীঘির উপর দিয়ে রেললাইন যাওয়া মানে দীঘি নষ্ট হওয়া নয়৷ দু'ভাগ হওয়া৷ দু'পাড়ের মানুষ দু'টো দীঘি পাবে৷ আর যদি নষ্ট কিছুটা হয়ও তিনি বাড়ি বাড়ি সজলধারার ট্যাপকল বসিয়ে দীঘির অভাব মিটিয়ে দেবেন৷ গ্রামবাসীরা এতে আরও রুষ্ট হন৷ ৫১টি পরিবারকে একটা করে চাকরি দেওয়া হবে, এমন প্রতিশ্রুতিও দেওয়া হয়৷ প্রথম যখন পাট্টা বিলি হয়, এখানে শরিক ছিলেন ৫১৷ এখন পরিবারের সংখ্যা ২৫০৷ মাত্র ৫১ জনের চাকরির নামে প্রশাসন গ্রামে লড়াই লাগাতে চাইছে কেন, সেই প্রশ্নও ওঠে?

অভিযোগ, তখন থেকেই শুরু হয়েছে সরাসরি আক্রমণ৷ স্থানীয় নেতা কর্মী, যাঁরা দীঘি বাঁচানোর আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন, তাঁদের সরিয়ে আসরে নামে গুন্ডাবাহিনী৷ নেতৃত্বে এলাকার বিধায়ক মানস মজুমদার৷ মহিলাদের ধর্ষণ, পুরুষদের খুন, তেমন হলে গ্রাম গুঁড়িয়ে দিয়ে রেল লাইন পাতার হুমকি দেওয়া হতে থাকে প্রকাশ্যে৷ ভয় দেখাতে এখন প্রায় প্রতি রাতে বাইকবাহিনী ঢুকছে গ্রামে৷ কেসের শুনানিতে যোগ দিতে গেলে নেমে আসছে বাধা৷ রাতে গা ঢাকা দিতে হচ্ছে শহরের কাছে কোনো চেনা মানুষের বাড়ি, যাতে সকালে নির্বিঘ্নে কোর্টে যাওয়া যায়৷

সর্বশেষ খবর, গ্রামের মহিলারা ঘিরে রেখেছেন দীঘি৷ মহিলা পুলিশ সঙ্গে নিয়ে র‌্যাফ আর পুলিশের বিশাল বাহিনী ঢুকছে এলাকায়৷ আশেপাশের বিভিন্ন থানা থেকে অতিরিক্ত পুলিশ আসছে৷ একদিকে জড়ো হওয়া পুলিশের প্রচ্ছন্ন হুমকি, অন্যদিকে শাসানি স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের৷ ভাবাদীঘি বাঁচাতে মরিয়া মানুষ তৃণমূলের পার্টি অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে৷ স্থানীয় তৃণমূল নেতা উত্তম রায়কে ঘিরে ধরেছিলেন গ্রামবাসীরা৷ কারণ এলাকা থেকে পুলিশ ক্যাম্প তুলে নেওয়ার দাবিতে গ্রামের যাঁরা সই দিয়েছিলেন, তাঁদের বাড়িতে ঢুকে উত্তম রায় পিটিয়েছেন বলে অভিযোগ৷ বাধা দিতে গিয়েছিলেন স্থানীয় যুবক সুকুমার৷ তাঁকেও তুলে নিয়ে গিয়ে মিথ্যে মামলায় পুলিশ ফাঁসিয়েছে বলে অভিযোগ৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান