জাকির নায়েকের দুঃখ প্রকাশ
২০ আগস্ট ২০১৯ভারতে অর্থ পাচার এবং ঘৃণা ছড়ানোর অভিযোগ মাথায় নিয়ে তিন বছর ধরে মালয়েশিয়ায় রয়েছেন জাকির নায়েক৷ সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া এই ইসলাম প্রচারক বিভিন্ন অনুষ্ঠানে ইসলাম ধর্ম নিয়ে কথা বলেন৷ কয়েকদিন আগে এক অনুষ্ঠানে তিনি ভারতের মুসলমানদের চেয়ে মালয়েশিয়ার হিন্দুরা ‘১০০ গুণ বেশি অধিকার ভোগ করেন' বলে মন্তব্য করেন৷ মালয়েশীয় চীনাদের সম্পর্কে তার মন্তব্য ছিল, ‘‘ওরা এ দেশের (মালয়েশিয়া) অতিধি৷ তার এসব মন্তব্যের তুমুল সমালোচনা হয়৷ একশ' জানেরও বেশি মানুষ বর্ণবাদী মন্তব্য করে শান্তি বিঘ্নিত করার অভিযোগ তোলেন৷ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, জাকির নায়েক সীমা লঙ্ঘন করেছেন, তিনি ইসলাম সম্পর্কে কথা বলতে পারেন, তবে মালয়েশিয়ার সব বিষয়ে কথা বলা তার উচিত নয়৷ বেশ কয়েকজন মন্ত্রী ক্ষুব্ধ হয়ে মালয়েশিয়ায় জাকির নায়েকের প্রকাশ্যে বক্তব্য রাখা নিষিদ্ধ করার দাবি জানান৷ মঙ্গলবার বক্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে জাকির নায়েককে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ৷ জিজ্ঞাসাবাদের সময় অবশ্য কাউকে আঘাত দেয়ার উদ্দেশ্যে কিছু বলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি৷ জাকির নায়েক বলেন, ‘‘আমি কখনোই কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে আঘাত দেয়ার উদ্দেশ্যে কোনো কথা বলিনি৷'' তার দাবি, শুধু ইসলামের মর্মবাণীই প্রচার করেন তিনি৷
এসিবি/ কেএম (এএফপি, রয়টার্স, এপি)