জার্মান কাপ থেকে ছিটকে গেল বায়ার্ন মিউনিখ
৫ মার্চ ২০০৯বিজ্ঞাপন
জার্মান কাপ ফুটবল প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হলো প্রবল পরাক্রমশালী বায়ার্ন মিউনিখ দলকে৷ বায়ার লেভারকুজেন দল বুধবার ৪-২ গোলে বায়ার্নকে পরাজিত করেছে৷ ফলে কোচ ইয়ুর্গেন ক্লিন্সমানের উপর চাপ আরও বেড়ে গেল৷ অন্য একটি ম্যাচে ভ্যার্ডার ব্রেমেন ভল্ফসবুর্গকে ৫-২ গোলে পরাজিত করেছে৷ তৃতীয় ম্যাচে হামবু্র্গ দল ভিজবাডেন দলকে ২-১ গোলে পরাজিত করছে৷ ফলে লেভারকুজেন, ব্রেমেন ও হামবুর্গ জার্মান কাপের সেমি ফাইনাল পর্যায়ে পৌঁছে গেল৷ এর আগে একটি ম্যাচে মাইনৎস শালকে দলকে ১-০ গোলে পরাজিত করে সেমি ফাইন্যালে পৌঁছে গিয়েছিল৷ এই ফলাফলের বিশেষত্ব হল এই যে মাইনৎসের মত সেকেন্ড ডিভিশনের টিম এবারের জার্মান কাপের মূল পর্যায়ে পৌঁছে গেল৷