1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে বায়ার্ন মিউনিখ ও শালকে

১৭ আগস্ট ২০১০

নতুন মৌসুমের শুরুটা ভালোভাবেই শুরু করলো বুন্দেসলিগার চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ৷ জার্মান কাপের খেলায় জার্মানিয়া ভিনডেককে হারিয়ে তারা চলে গেল দ্বিতীয় রাউন্ডে৷ তাদের সঙ্গে রয়েছে শালকেও৷

https://p.dw.com/p/Op2c
Franck Ribery
বায়ার্ন মিউনিখের রিবেরিছবি: AP

সোমবার কোলনের স্টেডিয়ামে জার্মানিয়া ভিনডেককে ৪-০ গোলে হারিয়েছে গতবারের ট্রেবল বিজয়ীরা৷ ম্যাচে অবশ্য খেলেননি ইনজুরি আক্রান্ত আরিয়েন রবেন৷ তবে ছিলেন ক্লোজে এবং রিবেরি৷ বিশ্বকাপের চমৎকার পারফরমেন্সের পর এখানেও তা অব্যাহত রেখেছেন ক্লোজে৷ খেলার প্রথম গোলটি এসেছে তাঁর কাছ থেকে, প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে৷ খানিক পর রিবেরি যে গোলটি করেন তার পাসও এসেছে ক্লোজের কাছ থেকে৷ এরপর ৮৪ মিনিটের মাথায় বিপক্ষের পেনাল্টি বক্সের কোন থেকে শট করে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন টোনি ক্রুস৷ মিনিট পরেই আবারও গোল৷ এবার স্ট্রাইকার মারিও গোমেজ৷ খেলায় যদিও স্বাগতিক ছিল ভিনডেক কিন্তু তাদের স্টেডিয়ামের দর্শক ধারণের ক্ষমতা মাত্র দুই হাজার৷ তাই খেলাটি সরিয়ে আনা হয় কোলনে৷

Aalen's Andreas Schoen
আলেনের আন্দ্রেয়াস শ্যোনকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারিছবি: AP

এদিকে অন্য ম্যাচে শালকে ২-১ গোলে হারিয়েছে তৃতীয় বিভাগের দল আলেনকে৷ দুটি গোলই এসেছে শালকের স্ট্রাইকার জেফারসন ফারফানের পা থেকে৷ তবে রিয়াল মাদ্রিদ থেকে আসা স্ট্রাইকার রাউল গঞ্জালেসকে ম্যাচে নামায়নি তারা৷ অন্যদিকে একে তো আলেন দুর্বল দল, তার ওপর ম্যাচের ১৮ মিনিটের মাথায় তাদের আন্দ্রেয়াস শ্যোন লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে যান৷ গোটা ম্যাচে ১০ জন খেলোয়াড় নিয়ে খেলায় তাদের যথেষ্ট ক্লান্ত মনে হয়েছে৷ যাই হোক ৪২ মিনিটের মাথায় প্রথম গোল করে বসেন পেরু থেকে শালকেতে খেলতে আসা স্ট্রাইকার ফারফান৷ এরপর দ্বিতীয়ার্ধ শুরুর এক মিনিটের মাথায় দারুণ হেড করে গোল করে দলকে আরও এগিয়ে নেন তিনি৷ খেলার শেষ দিকে পেনাল্টি পায় আলেন৷ তা থেকে টিম বাউয়ের গোল করে ব্যবধান কমান৷ তবে বায়ার্ন মিউনিখের তুলনায় শালকের খেলা ছিল বেশ নিষ্প্রভ৷ আর মাত্র চারদিন পরই শুরু হতে যাচ্ছে বুন্দেসলিগা৷ তাই এই জয়ের পরও কপাল কুঁচকে আছে শালকের কোচ ফেলিক্স ম্যাগাথের৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক