1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে গরমে বছরে ২০ হাজার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

১৪ জুন ২০২৩

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ মঙ্গলবার জানান, তীব্র গরমে নানান অসুখে ভুগে জার্মানিতে প্রতিবছর পাঁচ থেকে ২০ হাজার মানুষের মৃত্যু হচ্ছে৷

https://p.dw.com/p/4SXp4
ছবি: Markus Tischler/dpa/picture alliance

এমন মৃত্যু ঠেকাতে শিগগিরই একটি ‘হিট প্রোটেকশন প্ল্যান' তৈরির পরিকল্পনা করেছেন তিনি৷

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে জার্মানিতে গরম আরও বাড়বে বলে মনে করছেন স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ৷ তিনি বলেন, ‘‘আমরা যদি কিছু না করি তাহলে প্রতিবছর আমরা কয়েক হাজার প্রাণ হারানো, যা অপ্রয়োজনীয়৷''

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘আমাদের বুঝতে হবে যে গরম সংক্রান্ত মৃত্যু প্রতিরোধে জার্মানি ভালো অবস্থানে নেই৷''

জার্মানির আবহাওয়া অফিস ডিডাব্লিউডি জানিয়েছে, তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর জার্মানি ও ইউরোপে ২০২২ সালটি উষ্ণতম বছরগুলোর একটি ছিল৷

ফ্রান্সকে অনুসরণ করে একটি হিট প্রোটেকশন প্ল্যান করার পরিকল্পনা করছেন জার্মানির স্বাস্থ্যমন্ত্রী লাউটারবাখ৷ ২০০৩ সালে প্রচণ্ড গরমে কয়েক হাজার মানুষের মৃত্যুর পর ফ্রান্স এ ধরনের একটি পরিকল্পনা গ্রহণ করেছিল৷ এর আওতায় জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন, বাড়িতে গিয়ে পরামর্শ দেয়া, বিভিন্ন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, তথ্য পর্যবেক্ষণ করা ইত্যাদি করা হয়ে থাকে৷

জার্মানির হিট প্রোটেশন প্ল্যানে তাপপ্রবাহের মাত্রা অনুযায়ী কয়েকটি স্তর ঠিক করা হবে৷ এবং প্রতিটি স্তরের জন্য করণীয় কিছু কাজ নির্দিষ্ট করা থাকবে৷ যেমন সময় হলে হিটস্ট্রোকের লক্ষণ ও করণীয় সম্পর্কে অসু্স্থ ও বয়স্ক মানুষদের বার্তা পাঠানো, জনসমাগম বেশি হয় এমন জায়গায় শীতলীকরণ ব্যবস্থা গড়ে তোলা, বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করা ইত্যাদি কাজ করা হতে পারে৷

হিট প্রোটেশন প্ল্যান চূড়ান্ত করতে নার্স, চিকিৎসক, স্থানীয় ও কেন্দ্রীয় কর্মকর্তা, ক্লিনিক প্রতিনিধিদের সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন স্বাস্থ্যমন্ত্রী৷ এ বছরই এই প্ল্যান বাস্তবায়নের পরিকল্পনা করছেন তিনি৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)