ডানপন্থিদের কাছ থেকে সাংবিধানিক আদালত রক্ষার উদ্যোগ
২০ ডিসেম্বর ২০২৪সাংবিধানিক আদালত পরিচালনার নীতি জার্মানির ‘বেসিক ল' অর্থাৎ সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বুন্ডেসটাগে পাস হয়েছে৷ এর মানে হচ্ছে, উচ্চকক্ষে পাসের পর প্রস্তাবটি কার্যকর হলে তার পর থেকে সাংবিধানিক আদালতে কোনো পরিবর্তন আনতে হলে সংসদের দুই-তৃতীয়াংশের ভোট প্রয়োজন হবে৷ কারণ, বেসিক ল বা সংবিধানে পরিবর্তন আনতে এই সংখ্যক ভোটের প্রয়োজন হয়৷
বর্তমানে সংসদে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করা গেলেই সাংবিধানিক আদালতে পরিবর্তন আনা সম্ভব৷
জার্মানিতে ডানপন্থিদের জনপ্রিয়তা বাড়তে থাকায় তাদের পক্ষে যেন ভবিষ্যতে সাংবিধানিক আদালতে পরিবর্তন আনা কঠিন হয় তা নিশ্চিত করতেই বৃহস্পতিবার বুন্ডেসটাগে ভোটাভুটি অনুষ্ঠিত হয়৷ এতে ৬০০ সাংসদ সাংবিধানিক আদালতকে শক্তিশালী করার পক্ষে ভোট দেন৷ জার্মানির বর্তমান সংসদের সদস্য সংখ্যা ৭৩৩৷
এছাড়া সাম্প্রতিক সময়ে পোল্যান্ড ও হাঙ্গেরিতে আদালতের স্বাধীনতা খর্ব করার চেষ্টা দেখে জার্মানির সাংবিধানিক আদালতের সুরক্ষার উদ্যোগ নেয় বিভিন্ন দল৷
সাংবিধানিক আদালতের বিচারক সংখ্যা ১৬৷ তাদের মেয়াদ ১২ বছর করে৷ আর অবসরের বয়স ৬৮৷
বর্তমানে সংসদের দুই কক্ষ আটজন করে বিচারক নির্বাচন করে৷ কোনো কক্ষের মাইনোরিটি দলের যদি সংসদে এক-তৃতীয়াংশের বেশি আসন থাকে তাহলে দলটি একজন বিচারকের নিয়োগে ভেটো দিতে পারেন৷ বৃহস্পতিবারের ভোটাভুটিতে এই বিষয়েও পরিবর্তন আনার পক্ষে ভোট দিয়েছেন সাংসদরা৷ ফলে প্রস্তাবটি কার্যকর হলে কোনো কক্ষ একজন বিচারকের নিয়োগ নিশ্চিত করতে অসমর্থ হলে অন্য কক্ষ দায়িত্ব নিয়ে নিয়োগ নিশ্চিত করতে পারবে৷
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা সংসদে বলেন, গণতন্ত্রের শত্রুদের হাত থেকে সাংবিধানিক আদালতকে বাঁচাতে এসব সংস্কার প্রয়োজন৷
সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন জোট সরকারের এসপিডি ও সবুজ দলের সাংসদেরা৷ তাদের সঙ্গে যোগ দিয়েছেন সিডিইউ, এফডিপি ও বাম দলের সাংসদেরা৷
আর বিপক্ষে ভোট দিয়েছেন ডানপন্থি ও অভিবাসনবিরোধী দল এএফডি এবং পপুলিস্ট দল বিএসডাব্লিউর সাংসদেরা৷
জার্মানিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ সবশেষ জরিপে ১৮ শতাংশ ভোট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে এএফডি দল৷
জেডএইচ/এসিবি (ডিপিএ)