জার্মানিতে ভারী তুষারপাত
জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে ভারী তুষারপাতের কারণে আহত হওয়ার ঘটনা ঘটেছে৷ রেল চলাচল বিঘ্নিত হয়েছে৷ ফুটবল ম্যাচ বাতিল হয়েছে৷ আরো কয়েকদিন এমন চলতে পারে৷
তুষারে ঢাকা উত্তর ও মধ্যাঞ্চল
ড্রেসডন শহরে এলবে নদীর পাড়ে একজনকে হেঁটে যেতে দেখা যাচ্ছে৷ রবিবার ভারী তুষারপাত ছাড়াও জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা গেছে৷
সতর্কবার্তা
জার্মানির আবহাওয়া অফিস চরম আবহাওয়ার সতর্কবার্তা জারি করেছে৷ দেশব্যাপী জরুরি কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে৷ ছবিতে জার্মান সংসদের সামনে একজনকে জগিং করতে দেখা যাচ্ছে৷ ছবিটি রবিবারের৷
খেলা বন্ধ
বিলেফেল্ড ও ব্রেমেনের মধ্যে বুন্ডেসলিগার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে খেলা স্থগিত করা হয়৷ প্যাডারবন ও হাইডেনহাইমের মধ্যকার দ্বিতীয় বিভাগের একটি খেলাও স্থগিত করা হয়৷
রেল চলাচলে বিঘ্ন
ভারী তুষারপাতের কারণে রবিবার জার্মানির উত্তর ও মধ্যাঞ্চলে রেল চলাচলে বিঘ্ন ঘটে৷ কিছু ট্রেনের শিডিউলে বিঘ্ন ঘটে৷ আর কিছু ট্রেন বাতিল করে দেয়া হয়৷ সোমবারও এই ধারা অব্যাহত আছে৷
দুর্ঘটনা
তুষার জমে যাওয়া ও ভারী তুষারপাতের কারণে দৃশ্যতা কমে যাওয়ায় কিছু দুর্ঘটনা ঘটে৷ চলতে গিয়ে পড়ে যাওয়ায় মানুষজন আহত হন৷ এছাড়া সড়ক দুর্ঘটনা ও গাড়ি উলটে যাওয়ার ঘটনাও ঘটেছে৷
যানজট
ভারী তুষারপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় কিছু রাস্তায় চলাচল বন্ধ রাখা হয়েছে৷ ফলে কিছু রাস্তায় দীর্ঘ যানজট তৈরি হয়েছে৷
ব্ল্যাক আইস
ব্ল্যাক আইস হচ্ছে একধরনের খুব পাতলা বরফ যা রাস্তায় জমে থাকে৷ এগুলো দেখতে এতই পাতলা যে চালক সহজে তা দেখতে পান না৷ ফলে দুর্ঘটনা ঘটতে পারে৷ জার্মানির আবহাওয়া অফিস বলছে, নর্থ রাইন ওয়েস্টফালিয়া, হেসে, রাইনল্যান্ড-ফালৎস, টুরিঙ্গিয়া ও সাক্সনি রাজ্যের কিছু অংশে ব্ল্যাক আইস দেখা যেতে পারে৷