জার্মানিতে হামলা পরিকল্পনায় জড়িত সন্দেহে ৩ জন আটক
১১ ডিসেম্বর ২০২৪আটক করা ব্যক্তিদের বাসভবন থেকে পুলিশ ছুরি ও অ্যাসল্ট রাইফে উদ্ধার করা হয়েছে৷ জার্মানির বাডেন-ভ্যুর্টেমবার্গ রাজ্যের মানহাইম শহর থেকে দুই ভাই এবং হেসে রাজ্যের হখটানুস অঞ্চল থেকে আরেক ব্যক্তিকে আটক করা হয়৷ সেখান থেকে অস্ত্রের পাশপাাশি মারাত্মক সহিংসতা ঘটানোর প্রস্তুতির প্রমাণাদিও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ৷
আটক হওয়া দুই ভাই লেবানিজ বংশোদ্ভুত জার্মান৷ তৃতীয় ব্যক্তি তুর্কি বংশোদ্ভুত জার্মান৷ তাদের বয়স যথাক্রমে ১৫, ২০ এবং ২২ বছর৷ আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ৷
পুলিশ জানায়, ‘রাজ্যকে হুমকির মুখে ফেলতে পারে' এমন হামলার পরিকল্পনা করছিল আটক হওয়া ব্যক্তিরা৷
তবে তাদের ওই পরিকল্পনা খুব প্রাথমিক পর্যায়ে ছিল বলে জানায় পুলিশ৷ প্রাথমিক অবস্থার পরিকল্পনাটি জনগণের নিরাপত্তার জন্য হুমকি ছিল না৷
তদন্তকারীদের দাবি, আটক হওয়া দুই ভাই কট্টর ধর্মীয় মনোভাব ধারন করতেন৷ এমনকি তারা সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের প্রতিও সহানুভূতিশীল ছিলেন৷
অভিযানে আটক হওয়া ব্যক্তিদের বাসা থেকে বেশ কয়েকটি মোবাইল ফোন, মুখোশ, এবং প্রোটেক্টিভ ভেস্ট উদ্ধার করা হয়৷
আরআর/এসিবি (এএফপি, ডিপিএ)