জার্মানির কয়েকটি জনপ্রিয় লেক
জার্মানিতে বিভিন্ন আকারের লেক বা সরোবরের সংখ্যা ত্রিশ হাজারের মতো৷ আপনি যদি গ্রীষ্মটা লেকের পাড়ে কাটাতে চান তাহলে এখানে থাকছে জার্মানির সাতটি লেকের কথা৷
স্টাফেলসে, বাভারিয়া
জার্মানির দক্ষিণাঞ্চলের রাজ্য বাভারিয়ার অনেক লেকের পেছনে পাহাড়ের চমৎকার ব্যাকগ্রাউন্ড পাওয়া যায়৷ সেখানকার সবচেয়ে বড় লেক কিমসে আশি কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত৷ সে তুলনায় মুর্নাওয়ে অবস্থিত স্টাফেলসে আকারে ছোট হলেও আলোর জন্য বেশি জনপ্রিয়৷
আইবসে, বাভারিয়া
জার্মানির সবচেয়ে দর্শনীয় মাউন্টেইন লেকের অবস্থান জার্মানি সর্বোচ্চ শিখর, স্যুগসপিৎসের পাদদেশে৷ লেকটির পানি বেশ স্বচ্ছ৷ আপনি চাইলে এটির চারপাশে হাঁটতে পারেন কিংবা সাইকেলে ঘুরে দেখতে পারেন৷
লেক কন্সটান্স, বাডেন-ভ্যুর্টেমব্যার্গ
জার্মানি এই লেকটি সুইজারল্যান্ড এবং অস্ট্রিয়ার সঙ্গে শেয়ার করে৷ কন্সটানৎস হার্বারের প্রবেশপথে একটি মূর্তি রয়েছে যাতে এক বারবনিতার এক হাতে পোপ এবং অপর হাতে সম্রাট বসে আছে দেখানো হয়েছে৷ ছয় শতক আগে কন্সটান্সে কাউন্সিলের নৈতিক শিথিলতা ফুটিয়ে তোলা হয়েছিল মূর্তিটিতে৷
ডাউনা মারে, রাইনলান্ড-ফাল্ৎস
গাঢ় নীল এবং সাধারণত গোলাকার - তারা ‘আইফেলের চোখ’ হিসেবে পরিচিত৷ আগ্নেয়গিরির জ্বালামুখে গড়ে উঠেছে এসব লেক৷ শুধু আইফেল অঞ্চলে এমন লেকের সংখ্যা সত্তরটির মতো৷
ব্লাইলখটালস্প্যায়ারে, ট্যুরিংগেন
সালে নদীতে বাঁধ দেয়ার পর পানির এই ক্ষেত্র তৈরি হয়৷ ৬৫ মিটার উঁচু বাঁধটির আশেপাশের ২৮ কিলোমিটার এলাকা জুড়ে চমৎকার এক ল্যান্ডস্ক্যাপ তৈরি হয়েছে৷ সেখানে তিনদিনের ছোট ক্রুজেও যাওয়া যায়৷
লাওসিৎসার সেনলান্ড, স্যাক্সনি
ইউরোপের সবচেয়ে বড় কৃত্রিম লেক কমপ্লেক্সের কাজ এখনো চলছে৷ সাবেক এই উন্মুক্ত কয়লা খনিটি পানি দিয়ে পুরোপুরি পূর্ণ করতে ২০১৮ সাল পর্যন্ত সময় লাগবে৷
ম্যুরিৎস, ম্যাকলেনবুর্গ-ফোরপোমান
জার্মানির উত্তরাঞ্চলের রাজ্য ম্যাকলেনবুর্গ-ফোরপোমানে দু’হাজারের বেশি লেক রয়েছে৷ ম্যুরিৎস লেকটি জার্মানির সবচেয়ে বড় লেক৷ এখান থেকে একটি জটিল পানিপথ ধরে হামবুর্গ বা বার্লিন অবধি নৌকায় যাওয়া যায়৷