জার্মানির সাতটি ভৌতিক কিন্তু সুন্দর স্থান
পরিত্যক্ত শিল্প ভবন, ভুলে যাওয়া ভিলা, অব্যবহৃত হাসপাতাল: অনেকের কাছে এগুলো চক্ষুশূল, তবে আলোকচিত্রীদের কাছে ছবির খনি৷ এখানে থাকছে সাতটি পরিত্যক্ত স্থানের কথা, যেগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এখনো টিকে আছে৷
দ্যসিডেন কাসেল, সাসনিৎস
বাল্টিক সাগরের উপকূলে র্যগেন দ্বীপে ব্যাংকার এডল্প ফন হান্সেমান-এর সুন্দর ভবনটির ধ্বংসাবশেষ এখনো দেখা যায়৷ বেলেপাথর, গ্রানাইট আর মার্বেল দিয়ে তৈরি এই প্রাসাদটি তৈরির সময় অন্যতম ব্যয়বহুল স্থাপনা ছিল৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্থাপনাটিকে কিছুদিনের জন্য শরণার্থী এবং সঙ্গনিরোধ শিবির হিসেবে ব্যবহার করা হয়৷ এরপর ১৯৪৮ সালে ইট তৈরির উদ্দেশ্যে সেটি ভাঙ্গা হয়৷ তবে, এখনো প্রাসাদটির অংশবিশেষ টিকে আছে৷
স্যিপেনডর্ফ স্পা হোটেল, শোয়েরিন
পর্যটকদের আকৃষ্ট করতে লেক শোয়েরিনে ১৯১০ সালে এই স্পা হোটেলটি তৈরি করা হয়েছিল৷ এরপর সেটির মালিকানা এবং ব্যবহার বদলেছে কয়েকবার৷ তবে হোটেলটিতে সবসময়ই কোন না কোন সমস্যা থাকতো৷ ১৯৯০ সাল থেকে সেটি পরিত্যক্ত হিসেবে পড়ে আছে৷
নাৎসি আমলের মানসিক রোগীদের আশ্রয়কেন্দ্র, নয়েস্ট্রিলৎস
বর্ণবাদী কারণে নাৎসিরা যেসব ভবন হাজার হাজার বিকলাঙ্গ মানুষ, শারীরিক ও মানসিক রোগাক্রান্ত শিশু এবং বয়স্কদের হত্যা করতে ব্যবহার করেছে সেগুলোর একটি এটি৷ অসুস্থ মানুষদের হত্যাকেন্দ্রে পাঠানোর আগে এখানে এনে জড়ো করা হতো৷ ভবনটি কয়েক দশক অযত্নে পড়ে ছিল৷ তবে ২০১০ সাল থেকে এখানে ঘোরাঘুরি, কনসার্ট এবং নাটকের আয়োজন করা হয়৷
হ্যোহেনশ্যুনহাউসেন প্রিজন, বার্লিন
হ্যোহেনশ্যুনহাউসেন প্রিজনের ছিল ভয়াবহ এক স্থান৷ পূর্ব জার্মানির সিক্রেট পুলিশ কয়েদিদের দিয়ে এটির বেজমেন্টে ৬০টি জানালা ছাড়া কক্ষ তৈরি করেছিল৷ সেসব কক্ষে শুধু একটি কাঠের খাট এবং বালতি ছিল৷ ২০ হাজারের বেশি রাজনৈতিক কয়েদিকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে এসব কক্ষে৷ বর্তমানে জেলখানাটিকে একটি মেমোরিয়াল হিসেবে ব্যবহার করা হয়৷
টয়ফিল্সব্যার্গ, বার্লিন
টয়ফিল্সব্যার্গ পাহাড়ের চূড়ায় মার্কিন সামরিক বাহিনীর পাঁচটি রাডার ডোম রয়েছে৷ এগুলো ব্যবহার করে নানা তথ্য সংগ্রহ করতে তারা৷ আর পাহাড়টি তৈরি করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ধ্বংসাবশেষ দিয়ে৷ বর্তমানে বিভিন্ন সাংস্কৃতিক উৎসব এবং গ্রাফিতি আঁকতে স্থানটি ব্যবহার করা হয়৷
স্প্রেপার্ক, বার্লিন
একটি ভৌতিক জাহাজ, রাজহান নৌকা এবং উপড়ে ফেলা ডাইনোসরের প্রতিকৃতি - সাবেক পূর্ব বার্লিনের বিনোদন কেন্দ্রে এখন এসবই অবশিষ্ট আছে৷ অথচ অতীতে একসময় এখানে বছরে সতের লাখের মতো পর্যটক আসতেন৷
গ্রাবো লেক হেল্থ সেন্টার, অ্যরিনিয়েনবার্গ
জর্জ ক্লুনি এবং ম্যাট ডেমন এরইমধ্যে এখানে এসেছেন৷ তবে সেই ভ্রমণ স্বাস্থ্যগত কোন কারণে ছিল না৷ এখানে তাদের সিনেমা ‘দ্য মন্যুমেন্টস ম্যান’ এর চিত্রায়ণ করা হয়েছিল৷ বর্তমানে সেটিকে সংস্কারের দাবিতে প্রচারণা চলছে৷
প্রতিবেদন: জ্যুলিয়ান হফমান / এআই