জার্মানির সুপারমার্কেটে গ্যাসে অসুস্থ ক্রেতারা
৩০ ডিসেম্বর ২০২৪বিজ্ঞাপন
শনিবার জার্মানির পূর্বাঞ্চলের রাজ্য স্যাক্সনির ভাল্ডহাইম শহরের কয়েকটি সুপারমার্কটে ক্রেতারা অসুস্থ হয়ে পড়েন৷
বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একটি ‘ইরিটান্ট গ্যাস'-এর কারণেই অসুস্থ হয়ে পড়েন তারা৷ ঘটনার তদন্ত করছে স্থানীয় পুলিশ৷
যা জানা গেছে
ভাল্ডহাইম শহরের একটি সুপারমার্কেটে বাজার করার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে গ্যাস ছড়াতে থাকে৷
পুলিশের একটি বিবৃতিতে বলা হয়, একটি ‘অজ্ঞাত পদার্থ' সুপারমার্কেটে ছড়ানো হয়৷ এর ফলে ৪১জনের শ্বাসকষ্ট দেখা দেয়, তাদের মধ্যে ১৫জনকে হাসপাতালে ভর্তি করানো হয়৷
দমকল কর্মী, অ্যামবুলেন্স ও পুলিশকর্মীরা পৌঁছান ঘটনাস্থলে৷ঘটনাস্থলে পৌঁছান জার্মান রেডক্রস কর্মীরাও৷ এ ঘটনার পর সুপামার্কেটটি বন্ধ রাখা হয়৷
এই অজ্ঞাত গ্যাসটি কী এবং তা কেনই বা এভাবে ছড়ানো হলো, তা খতিয়ে দেখা হচ্ছে৷
এসএস/এসিবি (ডিপিএ, ডয়চে ভেলে সূত্র)