জ্বালানির খোঁজে উপসাগরীয় দেশগুলোতে জার্মান চ্যান্সেলর
২৫ সেপ্টেম্বর ২০২২উপসাগরীয় দেশগুলো সফরের অংশ হিসেবে শনিবার জার্মান চ্যান্সেলর শলৎস সৌদি আরবে যান৷ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রার আগে জেদ্দায় তিনি বৈঠক করেন মোহাম্মদ বিন সালমানের সঙ্গে৷
রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়ার জেরে বিকল্প জ্বালানি সরবরাহকারীর খোঁজে মাঠে নেমেছে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি৷ আসন্ন শীতকালীন পরিস্থিতি সামাল দেয়ার মতো গ্যাসের মজুদ থাকলেও সামনের দিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বার্লিন৷
তারই অংশ হিসেবে শলৎস এই সফরে বেরিয়েছেন৷ এর মধ্য দিয়ে তেল ও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন জ্বালানি চুক্তিতে পৌঁছার বিষয়ে একটি ঐকমত্য হবে বলে আশা করছে বার্লিন৷ এই সফরে শলৎসকে তাই সঙ্গে দিচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী প্রতিনিধিরাও৷
বাদ যায়নি মানবাধিকার ইস্যু
তবে উপসাগরীয় দেশগুলোতে জার্মান চ্যান্সেলরের এই সফর ঘিরে মানবাধিকার ইস্যুও সামনে আসছে৷ বিশেষ করে সাংবাদিক জামাল খাশোগজির হত্যার প্রেক্ষিতে যুবরাজ মোহাম্মদের সঙ্গে তার বৈঠককে বেশ স্পর্শকাতর হিসেবে বিবেচনা করা হচ্ছিল৷
জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে গিয়ে ক্রাউন প্রিন্সের সঙ্গে এই বিষয়ে শলৎস আলোচনা তুলবেন কি না তা নিয়ে অনেকের সংশয় ছিল৷ তবে বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চাইলে শলৎস বলেন, ‘‘মানবাধিকার সংক্রান্ত সব প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করেছি...বলা উচিৎ ছিল এমন কোনো কিছুই বাদ দেয়া হয়নি৷’’
তুরস্কের সৌদি দূতাবাসে খাশোগজিকে হত্যার বিষয়ে জার্মান সরকার বরাবরই কঠোর নিন্দা জানিয়ে এসেছে৷ শলৎসের সফরেও বিষয়টিকে যে এড়িয়ে যাওয়া হবে না সরকারের পক্ষ থেকে তা আগেও জানানো হয়েছিল৷
ক্রাউন প্রিন্সের সঙ্গে নিবিড় সম্পর্কের লক্ষ্য
মানবাধিকার উদ্বেগ পাশে রেখেই জ্বালানি নিয়ে সৌদি আরবের সঙ্গে নতুন অংশিদারিত্বে পৌঁছাতে চায় বার্লিন৷ এক্ষেত্রে ক্রাউন প্রিন্সের সঙ্গে একটি ‘নিবিড় কার্যকরী সম্পর্কের' কথাও ভাবছে তারা৷ একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷ কেননা, ৩৭ বছর বয়সি প্রিন্সই আগামী ১০, ২০ বা ৩০ বছর সৌদি আরবকে পরিচালনা করবেন বলে মনে করেন তারা৷
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে সবুজ হাইড্রোজেন উৎপাদনে সৌদি আরবের সঙ্গে প্রযুক্তিগত সহায়তা সম্প্রসারণ করতে চায় বার্লিন৷ সফল হলে রাশিয়ার জ্বালানির বিকল্প হিসেবে আগামী দিনগুলোতে উপসাগরীয় দেশগুলো থেকে বিপুল হাইড্রোজেন আমদানির সুযোগ তৈরি হবে জার্মানির৷
এই সফরের মাধ্যমে উপসাগরীয় আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদারেরও লক্ষ্য রয়েছে জার্মান চ্যান্সেলরের৷
শনিবার শলৎস সৌদি আরব থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেন৷ রোববার সকালে আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মেদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ শেষে একইদিনে কাতার যাবেন তিনি৷ গ্যাস সমৃদ্ধ দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গেও তার সাক্ষাতের কথা রয়েছে৷
এফএস/আরআর