জ্যাকসনের শহর গ্যারিকে পর্যটন কেন্দ্রে গড়ে তোলা হবে
৩ জুন ২০১০গত বছরের ২৫ জুন মাইকেল জ্যাকসন তাঁর কোটি কোটি ভক্তদের কাঁদিয়ে চির বিদায় নেন৷ তাঁর লস এঞ্জেলেসের ভাড়া করা বাড়িটি ছাড়াও ভক্তদের কাছে অন্যতম আকর্ষণ জ্যাকসন যেখানে বড় হয়েছেন সেই ইন্ডিয়ানার গ্যারি শহর৷ কিন্তু শহরটির বর্তমান দৈন্যদশা মাইকেল জ্যাকসনের সঙ্গে যেন একেবারেই খাপছাড়া৷ সাবেক সঙ্গীত কিংবদন্তী এলভিস প্রেসলির জন্মস্থান গ্রেসল্যান্ড যেভাবে একটি পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, এবার জ্যাকসন পরিবারও সেই ধরণের উদ্যোগ নিতে চাচ্ছে৷ জো জ্যাকসন জানিয়েছেন, তাঁর ছেলে জীবিত মাইকেলের চেয়ে মৃত মাইকেলের মূল্য অনেক বেশি৷ তিনি বলেন, মাইকেল সবসময় এখানে ফিরে আসতে চেয়েছে, এবং আমরা তাকে এখানে ফিরিয়ে আনছি৷ জ্যাকসন পরিবারকে স্মরণীয় করে রাখতে ৩০০ মিলিয়ন ডলার খরচ করে একটি কমপ্লেক্স তৈরি করতে চান জো জ্যাকসন৷ কেবল যাদুঘর নয়, গোটা গ্যারি শহরে তিনি গড়ে তুলতে চান জ্যাকসন ফ্যামিলি সেন্টার৷ প্রস্তাবিত এই সেন্টারে থাকবে হোটেল, রেস্তোরা, দোকানপাট, গলফ কোর্স, এ্যাপার্টমেন্ট, সিনেমা হল এমনকি বাস ও ট্রেন স্টেশন পর্যন্ত৷ এর উদ্দেশ্য হচ্ছে মানুষ জ্যাকসনের স্মৃতি দেখার জন্য এখানে আসবে, সে সঙ্গে গড়ে উঠবে পর্যটন ব্যবসা৷
গ্যারি শহরের মেয়র রুডি ক্লে এই উদ্যোগকে বেশ জোরালোভাবেই স্বাগত জানিয়েছেন৷ মাইকেল জ্যাকসনের স্মরণ উপলক্ষে তাঁর শহর আবারও প্রাণ চঞ্চল হয়ে উঠবে সে স্বপ্ন দেখছেন তিনি৷ মেয়র রুডি ক্লে বলেন, প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়িত হলে প্রতি বছর এখানে পাঁচ থেকে সাড়ে সাত লাখ মানুষ এই শহরে ঘুরতে আসবে৷ এর ফলে যে কর্মসংস্থান তৈরি হবে তা বছরে একশ থেকে দেড়শ মিলিয়ন ডলার অবদান রাখবে শহরের অর্থনীতিতে৷ এদিকে জ্যাকসন ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং কর্পোরেশন এই প্রস্তাব দিলেও, এটি বাস্তবায়নে কয়েক বছর লাগতে পারে বলে জানানো হয়েছে৷
প্রতিবেদন: রিয়াজুল ইসলাম
সম্পাদনা: দেবারতি গুহ