1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জয় দিয়ে নতুন বছর শুরু হেউইটের

২ জানুয়ারি ২০১০

সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টেনিস তারকা লেইটন হেউইট জয় দিয়ে শুরু করলেন নতুন বছর ২০১০৷ ইনজুরির কারণে ২০০৯ সালে হেউইটের বিশ্ব ব়্যাঙ্কিং-এ অবস্থান ছিল ২২তম৷

https://p.dw.com/p/LIqj
লেইটন হেউইটছবি: AP

শনিবার বছরের প্রথম ম্যাচে রোমানিয়ার বিরুদ্ধে হপম্যান কাপে ভিক্টর হানেস্কুকে হারালেন হেউইট৷ ঘটনাক্রমে অস্ট্রেলিয়া যদিও ২-১ পয়েন্টে রোমানিয়ার চেয়ে পেছনে পড়ে গেছে, হেউইট তবুও তাঁর পরিশ্রমসাধ্য জয়ে বেশ উল্লসিত৷ ২০০৮ সালে উরুতে অপারেশনের পর গত বছর ধীরে ধীরে তাঁর পূর্বের অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন হেউইট৷ প্যার্থ-এ শনিবার তিনি নিজেকে যথেষ্ট সুস্থ বলেই দাবি করলেন৷ ফলে এখন মৌসুম শেষের লন্ডন মাস্টার্স কাপে বিজয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছে অস্ট্রেলিয়া৷

হেউইট বলেন, ‘‘এখনই ব়্যাঙ্কিং-এর দিকে দৃষ্টি নয় বরং এই মাসের অস্ট্রেলিয়া ওপেনের দিকেই বিশেষ মনোযোগ আমার৷'' ‘‘তবে এই বছরে শীর্ষ দশের ঘরে পৌঁছানো এবং মাস্টার্স কাপের লক্ষ্য নিয়েই এগুচ্ছি,'' বলেন হেউইট৷ সাবেক উইম্বলডন এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন এই তারকা গত তিন বছরে মাত্র দু'টি শিরোপা ঘরে তুলতে পেরেছেন, তবে এখন আবারও শিখরে পৌছানোর দিকেই তাঁর দৃষ্টি৷

তিনি বলেন, ‘‘আমি অস্ট্রেলিয়ায় ফার্নান্দো গনজালেস এর বিরুদ্ধে বেশ হাড্ডাহাড্ডি লড়াই করে হেরেছি৷ এরপর রডিক, নাদাল এবং ফেদেরার এই তিনজনই আমাকে হারিয়েছেন৷ আমার অনুভূতি হচ্ছে এই যে, আমিও যদি আগের অবস্থায় ফিরে আসতে পারি, তবে সবকিছুই উল্টে যাবে৷'' হেউইটের প্রত্যাশা, ‘‘যদি এক সপ্তাহ নিজের অবস্থান ধরে রাখতে পারি, তবেই বড় ধরণের অঘটন ঘটানো বেশ সহজ হয়ে যাবে আমার জন্য৷''

প্রতিবেদন : হোসাইন আব্দুল হাই, সম্পাদনা : দেবারতি গুহ