ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের সড়ক পার
বাংলাদেশের সড়কে শৃঙ্খলা ফেরাতে নজিরবিহীন বিক্ষোভের জন্ম দিয়েছিলেন শিক্ষার্থীরা৷ সেসময় ইউনিফর্ম পরে সড়কে দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্বও পালন করেন তারা৷ কিন্তু বছর না ঘুরতেই এখন তাদের ঝুঁকি নিয়ে সড়ক পার হতে দেখা যায়৷
ফুটওভার ব্রিজে অনীহা
সড়ক পারাপারে ঝুঁকি আছে জেনেও ফুটওভার ব্রিজ ব্যবহার করছেন না শিক্ষার্থীরা৷ ফলে ঢাকার রাস্তায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা৷
ঝুঁকি নিয়ে রাস্তা পার
রাজধানীর ব্যস্ত সড়কগুলোর মধ্যে একটি মিরপুর ১০ নম্বর গোলচত্বর৷ ব্যস্ত এই সড়কে প্রায়ই ঝুঁকি নিয়ে পার হতে দেখা যায় ছাত্র-ছাত্রীদের৷ ঢাকার অন্য সড়কের চিত্রও একই৷
অভিভাবকরাও দায়ী
ফুটওভার ব্রিজে না উঠে বা সিগন্যালের জন্য অপেক্ষা না করে ঝুঁকি নিয়ে সন্তানদের রাস্তা পার করান অভিভাবকরা৷ সড়কে শৃঙ্খলা ফেরাতে এক বছর আগে শিক্ষার্থীদের আন্দোলনে সায় জানিয়েছিলেন এই অভিভাবকরা৷
তবুও নেই ভয়
দ্রুত গতির গাড়ির সামনে পা বাড়াতে দ্বিধা করেন না কেউ কেউ৷ ঢাকার সড়কে জেব্রাক্রসিং থাকলেও সেখানে গাড়ি থামে না৷
নিয়মই অনিয়ম
নিরাপদে সড়ক পার হতে ফুটওভার ব্রিজের পাশাপাশি জেব্রা ক্রসিং রাখা হলেও সেখানে কারও পা পড়ে না৷ ঢাকার রাস্তায় অনিয়মই যেন নিয়মে পরিণত হয়েছে৷
ভোঁ দৌড়
মিরপুর ১০ নম্বর গোলচত্বর সড়কে চলন্ত গাড়ির সামনে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন কয়েক জন শিক্ষার্থী৷ ঢাকার রাস্তায় এমন দৃশ্য প্রায়ই চোখে পড়ে৷
চাই সচেতনতা
সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু চালকদের দায়ী করা হলেও সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷