টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শেখ হাসিনার নয়
১৭ ফেব্রুয়ারি ২০২৩এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ কথা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং৷
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘লক্ষ্য করা যাচ্ছে যে, টুইটার অ্যাকাউন্টটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অফিশিয়াল অ্যাকাউন্ট বলে প্রচার করা হচ্ছে৷ কিন্তু বিষয়টি একেবারেই ঠিক নয়৷''
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেসবুক, টুইটার কিংবা অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো অ্যাকাউন্ট নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷
এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং৷
শেখ হাসিনার নামে ভ্যারিফায়েড অ্যাকাউন্টটি কে বা কারা পরিচালনা করছে তা এখনও জানা যায়নি৷ দেখা গেছে, অ্যাকাউন্ট ২০২১ সালের জানুয়ারিতে খোলা হলেও এখন পর্যন্ত কোনো টুইট করা হয়নি৷
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত অ্যাকাউন্টটিকে ফলো করছিলেন ২২ জন ব্যবহারকারী৷ আর অ্যাকাউন্টটি থেকে ফলো করা হচ্ছিলো ১৩৯ জন টুইটার ব্যবহারকারীকে৷
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছে, টুইটার অ্যাকাউন্টটির বিষয়ে কী করণীয় তা আগামী রবিবার ঠিক করা হবে৷