নতুন দুর্নীতি তালিকার সর্বশেষ স্থানে বাংলাদেশ আর চাড
১৮ অক্টোবর ২০০৫�� সম্প্রদায় এবং বিশ্লেষকদের৷ দূর্ণীতির এবারকার সূচকে সবচেয়ে দূর্ণীতিমুক্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে আইসল্যান্ড৷
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, সমীক্ষাধীন ১৫৯টি দেশের
এক-তৃতীয়াংশেই দূর্ণীতির গুরুতর মাত্রা বর্তমান৷ একই সঙ্গে দারিদ্র্য আর দূর্ণীতির মধ্যে সুস্পষ্ট যোগ থাকার কথা জোর দিয়ে বলা হয়েছে রিপোর্টে৷ বার্লিন-ভিত্তিক এই আন্তর্জাতিক সংস্থার প্রধান পেটার আইগেন এই বিষয়টির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেছেন : দূর্ণীতি শুধুই দারিদ্র্যের এক প্রধান কারণই নয়৷ একই সঙ্গে দরিদ্র দশা কাটিয়ে ওঠার পথে তা এক বাধাও বটে৷ দূর্ণীতি দরিদ্র দেশগুলোকে দুর্দশার এক বৃত্তে ধরে রাখছে৷ সাহায্যের মাধ্যমে যদি মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেয়ার ক্ষেত্রে সত্যিকারের পার্থক্য আনতে হয় তাহলে অবশ্যই সন্ত্রাসের মোকাবিলা করতে হবে প্রবলভাবে৷
ট্রান্সপারেন্সির এবারকার বার্ষিক দূর্ণীতি তালিকার একেবারে নীচের দিকে স্থান পেয়েছে যে-সব দেশ, তাদের অধিকাংশই আফ্রিকার৷ আর একেবারে ওপরের দিকে স্থান পেয়েছে এশিয়া আর পশ্চিমের শিল্পোন্নত দেশগুলো৷ সংস্থার জার্মান শাখার প্রধান হান্সইয়র্গ এল্সহর্স্ট বার্লিনে এবারকার রিপোর্ট পেশ করতে গিয়ে সন্তোষ প্রকাশ করেন এই বলে যে এই তালিকায় জার্মানির অবস্থান তিন বছর আগের তুলনায় বেশ ভাল হয়েছে৷ তিনি জানান : খুশি হবার কারণ রয়েছে আমাদের৷ জার্মানি আবার বেশ কিছুটা ওপরের দিকে স্থান করে নিয়েছে৷ তিন বছর আগে তার স্থান ছিল ২০ নম্বরে৷ এবার তার স্থান হয়েছে ১৫৷
ট্রান্সপারেন্সির করাপশন পারসেপশন ইনডেক্স বা সি.পি.আই নামে পরিচিত সূচকের আওতায় নির্দিষ্ট পয়েন্ট দেয়া হয়৷ সবচেয়ে দূর্ণীতিমুক্ত দেশের জন্য দশ পয়েন্ট৷ সবচেয়ে দূর্ণীতিপরায়ণ দেশের জন্য এক পয়েন্ট৷ জার্মানি পেয়েছে ৮.২ পয়েন্ট৷ তালিকার শীর্ষ স্থানের অধিকারী দেশ আইসল্যান্ড পেয়েছে ৯.৭ পয়েন্ট৷ তালিকার একেবারে নীচে ১৫৮তম স্থানের অধিকারী বাংলাদেশ আর চাডের ভাগে পয়েন্ট সংখ্যা ১.৭৷ ভারতের অবস্থানের কিছু উন্নতি ঘটেছে৷ নব্বই থেকে তার স্থান হয়েছে ৮৮৷ ইউরোপে বেশি দূর্ণীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হয়েছে পোল্যান্ড আর তুরস্ক৷
বাংলাদেশ এ নিয়ে পর পর পাঁচ বছর ট্রান্সপারেন্সির তালিকায় সবচেয়ে দূর্ণীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হল৷ বাংলাদেশ সরকার অবশ্য সংস্থার তালিকা সব সময় প্রত্যাখ্যান করে এসেছে৷ তবে তথ্য মন্ত্রী শামসুল ইসলাম দাবি করেছেন, বর্তমান বি.এন.পি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দূর্ণীতি কমেছে৷ তিনি প্রসঙ্গত দেশের নতুন দূর্ণীতিদমন কমিশনের কথা উল্লেখ করেছেন৷ ট্রান্সপারেন্সির বাংলাদেশ শাখার কোষাধ্যক্ষ বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর মোজাফফর আহমদ অবশ্য দূর্ণীতি রোধে সরকারকে জরুরি ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন৷