ট্র্যাভেল পোস্টারেও পর্যটন শিল্পের কুফল দেখানো যায়
পরিবেশ দূষণ, অপরাধবৃত্তি, সেক্স টুরিজম – সেই সঙ্গে সান-অ্যান্ড-স্যান্ড৷ বেলজিয়ামের এক অঙ্কণশিল্পী বিশ্বের নামকরা টুরিস্ট স্পটগুলোর অন্ধকার দিকটা তুলে ধরেছেন৷
ক্ল্যাসিক ভাঁওতা
বেলজিয়ামের অঙ্কণশিল্পী ‘মঙ্ক’ পুরনো ট্র্যাভেল পোস্টারের কায়দায় বিশ্বের নামকরা সব গন্তব্যের ছবি আঁকেন৷ ফটোশপ করা নিখুঁত সব ছবিতে বিভিন্ন দেশ ও স্থানের যে অপরূপ রূপ ফুটিয়ে তোলা হয়, তার পিছনের রূঢ় বাস্তবকে উন্মোচন করাই হল মঙ্কের উদ্দেশ্য৷ পোস্টারের দুনিয়াকে তিনি বলেন ‘পিকচার পার্ফেক্ট’৷
পুরাতনের প্রেমী
মঙ্ক পুরনো পোস্টার, প্যাকেট ইত্যাদি দেখে তাঁর প্রেরণা পান৷ সেই সঙ্গে ছিল ইসরায়েলি অঙ্কণশিল্পী ফ্রানৎস ক্রাউস-এর ১৯৩৬ সালে আঁকা একটি ছবি (বাঁয়ে)৷ মঙ্ক একাই অনুপ্রাণিত হননি; মাঝের ছবিটি উইজ নামে এক শিল্পীর আঁকা, ২০১৩ সালে, বানস্কির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে; ডানদিকের ছবিটি আঁকেন ভারতীয় বংশোদ্ভূত ক্যানাডিয়ান শিল্পী মীরা শেঠি, ২০১০ সালে৷
যানজট আর আলুভাজা
মঙ্ক ব্রাসেলসের বাসিন্দা এবং প্রায়ই বিদেশে যান৷ তা সত্ত্বেও তিনি তাঁর ছবির অকুস্থলগুলোকে বাছেন, তিনি যে সমস্যাটিকে তুলে ধরতে চাইছেন, সেই দৃষ্টিকোণ থেকে৷ তাঁর ব্রাসেলস পোস্টারটির জন্য তিনি বেছে নিয়েছেন যানজট, ধুলিধুসর রাজপথ ও ফ্রেঞ্চ ফ্রাইজ বা আলুভাজা, ব্রাসেলসের মানুষ যা খেতে বাড়াবাড়িরকম ভালোবাসেন৷
দূষণ ও অপরাধবৃত্তি
মঙ্ক জানেন যে, এই সব জায়গা সত্যিই সুন্দর, নয়ত মানুষজন সেখানে যেতেন না৷ অপরদিকে তিনি এই সব স্বর্গোদ্যানের অন্ধকার দিকটাও দেখাতে চেয়েছেন৷ রিও ডি জানেরোর সুবিখ্যাত সৈকত দেখাতে গিয়ে তিনি পরিবেশ দূষণ আর অপরাধবৃত্তিকে ধামাচাপা দিতে চাননি৷
প্লাস্টিক স্বর্গ
মঙ্কের চ্যালেঞ্জ হলো, আমরা বিশ্বের যে কোনো বেলাভূমিতেই যাই না কেন, আমরা পোড়া সিগারেটের টুকরো আর প্লাস্টিকের ব্যাগ ও বোতল ইত্যাদি ভেসে বেড়াতে দেখব৷ তাঁর আঁকা মালদ্বীপের পোস্টারটিতে দুনিয়া জোড়া এই প্লাস্টিক দূষণের প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে৷
সমুদ্রসৈকতে উদ্বাস্তু
মঙ্ক রীতিমতো গবেষণা করে তাঁর ‘গন্তব্য’-গুলিকে বেছে নেন; পড়েন, স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেন৷ তবে আঁকেন গত শতাব্দীর মাঝামাঝি পর্যটনের বিজ্ঞাপনগুলিতে যেমন ছিল, সেই ধরনে৷ ছবিতে গ্রিসের বেলাভূমিতে ইউরোপের উদ্বাস্তু সংকটের ছায়া ঘনাচ্ছে৷
সেক্স টুরিজম
থাইল্যান্ডের ফুকেট, যেখানে ইউরোপ থেকে প্রাপ্তবয়স্করা যান তাদের যৌন ক্ষুধার জন্য শিশুর সন্ধানে৷ এই ন্যক্কারজনক প্রথাটিকে ফুটিয়ে তুলতে পিছপা হননি মঙ্ক৷
‘ইনক্রেডিবল ইন্ডিয়া’
এখানে মঙ্ক বেছে নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাকে; সেই সঙ্গে হুগলি নদী, যা কিনা ‘ইনক্রেডিবলি’ দূষিত৷
বনমানুষ এখনও আছে, বন উধাও হচ্ছে
বোর্নিও-কে নিয়ে আঁকা তাঁর পোস্টারে সেই মর্মান্তিক সত্যকেই ফুটিয়ে তুলেছেন মঙ্ক৷ রাবার, অয়েল পাম আর কাগজ তৈরির জন্য পোঁতা গাছের অত্যাচারে ওরাং ওটাংদের বাসস্থান ক্রমেই আরো সংকুচিত হয়ে আসছে৷ মঙ্ককে আরো পাবেন ইনস্টাগ্রামে (এমওএনকে.এইচএফ), এছাড়া ফেসবুকে৷