বরফ ছাড়া স্কি!
২২ নভেম্বর ২০১৯ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে আকর্ষণের অভাব নেই৷ এবার কোপেনহিল নামের কৃত্রিম স্কি রান সারা বছর বরফ ছাড়াই স্কি করার সুযোগ করে দিয়েছে৷ পর্বতহীন এই দেশের মানুষের জন্য ৮৫ মিটার উঁচু টিলাটি মনোরঞ্জনের নতুন আকর্ষণ হয়ে উঠেছে৷
কোপেনহেগেনের বাণিজ্যিক বন্দর এলাকায় আবর্জনা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উপর অসাধারণ এই স্কি রান গড়ে তোলা হয়েছে৷ সেখানকার ধোঁয়া মোটেই অস্বাস্থ্যকর নয়, কারণ, এই বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বের সবচেয়ে পরিষ্কার ও আধুনিক কেন্দ্রগুলির একটি৷
বিশ্ববিখ্যাত স্থাপত্য কোম্পানি ‘বিয়ার্কে এঙ্গেলস গ্রুপ’-এর ডাভিড সালে এই অভিনব প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন৷ সালে বলেন, ‘‘ডেনমার্কের জনসংখ্যা প্রায় ৫০ লাখ৷ অথচ প্রায় ৫ লাখ মানুষ তাঁদের বাৎসরিক ছুটি থেকে ৫ দিন বার করে অন্য কোনো দেশে স্কি করতে যান৷ নরওয়ে, সুইডেন অথবা দক্ষিণে আলপ্স পর্বতে গিয়ে তাঁদের পছন্দের এই খেলার স্বাদ পেতে হয়৷ ডেনমার্কে সেই সুযোগ নেই৷ এবার প্রায় পাহাড়ের মতো উঁচু ভবনটি পেয়ে আমরা কোপেনহেগেনের মানুষকে শহরের মাঝে স্কি করার সুযোগ দিতে চেয়েছিলাম৷’’
নীচে একটি দোকানে মানুষ প্রয়োজনীয় সাজসরঞ্জাম ভাড়া নিতে পারেন৷ শিখরে ওঠার জন্য কনভেয়ার বেল্ট ও স্কি লিফট রয়েছে৷ স্কিচালক ও স্নোবোর্ড অনুরাগীরা স্লালোম কোর্সে কসরত দেখাতে পারেন৷ নীচে একটি পার্কেও সেই সুযোগ রয়েছে৷ আসল বরফের মতো অনুভূতি পেলেই হলো৷
কপেনহিল কোপেনহেগেন শহরের সর্বশেষ আকর্ষণ হয়ে উঠবে কিনা, তা জানা নেই৷ তবে এর ফলে শহরে সবুজের সমারোহ আরও বেড়ে গেল৷
ডানিয়েলা স্পেট/এসবি