1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তুষারধসে মৃত্যু এভারেস্টজয়ী সবিতার

৬ অক্টোবর ২০২২

মাত্র ১৬ দিনে এভারেস্টের শিখরে পৌঁছেছিলেন সবিতা, ভারতীয় মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে। তুষারধসে মৃত্যু হলো তার।

https://p.dw.com/p/4HoUG
এভারেস্ট ও মাকালুজয়ী সবিতা কাঁসওয়াল তুষারধসের ফলে মারা গেলেন।
এভারেস্ট ও মাকালুজয়ী সবিতা কাঁসওয়াল তুষারধসের ফলে মারা গেলেন। ছবি: private

ছন্দা গায়েনের পর সবিতা কাঁসওয়ালই হলেন এভারেস্টজয়ী দ্বিতীয় নারী, যিনি হিমালয়ে দুর্ঘটনায় মারা গেলেন।

গত মে মাসে সবিতা ১৫ দিনের মধ্যে এভারেস্ট ও মাকালুর শিখরে ওঠেন। তিনি মাত্র ১৬ দিনে এভারেস্টে উঠেছিলেন। তারপর তিনি নেহরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিংয়ে পুরো সময়ের প্রশিক্ষক হিসাবে কাজে যোগ দেন।

এবার তিনি প্রশিক্ষণরত ছাত্রছাত্রী এবং অন্য প্রশিক্ষকদের সঙ্গে নিয়ে উত্তরাখণ্ডের গাড়োয়ালে দ্রৌপদী কা ডান্ডা ২ নামে একটি পর্বতের শিখরে উঠছিলেন। দলে মোট ৪১ জন ছিলেন। এই শৃঙ্গের উচ্চতা পাঁচ হাজার ৬৭০ মিটার। তবে এই শৃঙ্গে ওঠার পথ বিপদলসঙ্কুল বলে পরিচিত।

ভারতীয় মেয়েদের মধ্যে সবচেয়ে কমদিনে এবারেস্টে ওঠেন সবিতা।
ভারতীয় মেয়েদের মধ্যে সবচেয়ে কমদিনে এবারেস্টে ওঠেন সবিতা। ছবি: private

সবিতারা দ্রৌপদী কা ডান্ডা ২-এর শিখরে উঠছিলেন। ডোকরানি হিমবাহের কাছে তারা শিবির তৈরি করেছিলেন। সেখানেই হঠাৎ বিপুল পরিমাণ তুষার নেমে আসে। তাতেই চাপা পড়ে যায় সবিতাদের শিবির। মাত্র ২৬ বছর বয়সেই থেমে যায় এই পর্বতারোহীর জীবন।

শিবিরে সবিতা-সহ নয়জন প্রশিক্ষক ছিলেন। আর ছিলেন পর্বতারোহীরা। এর মধ্যে বাংলার তিনজন পর্বতারোহী ছিলেন। তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

সবিতা-সহ মোট চারজনের মৃতদেহ উদ্ধার করেছে সেনা এবং ইন্দো-টিবেটান সীমান্তরক্ষীরা। ১২ জনকে জীবন্ত উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

সাধারণত এখানে তুষারধস নামে না। কিন্তু গত ২২ সেপ্টেম্বর থেকে কেদারনাথ অঞ্চলে মোট চারটি তুষারধস হয়েছে। অন্য তিনটি ঘটনায় কেউ মারা যাননি।

জিএইচ/এসজি (পিটিআই, দ্য স্ক্রোল)