ত্রিপুরায় বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
৯ জুন ২০২৪ঘটনাটি ঘটেছে রোববার সকাল সাড়ে সাতটা নাগাদ। পুলিশ জানিয়েছে, বিএসএফের একটি দল সিপাহিজলা জেলার কলমছড়া সীমান্ত চৌকিতে প্রহরার কাজে নিযুক্ত ছিল। তখন তারা একদল চোরাচালানকারীকে দেখতে পায়। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। তারা বাংলাদেশ থেকে জিনিস পাচার করছিল।
বিএসএফ একটি লিখিত বিবৃতিতে জানিয়েছে, চোরাচালানকারীরা সীমান্তের দুই দিকেই ছিল। বিএসএফের তরফে তাদের সাবধান করা হয়। তারা তাতে কান দেয়নি। তারা উল্টে বিএসএফ জওয়ানদের ঘিরে ধরে তাদের হাত থেকে অস্ত্র কেড়ে নেয়া ও তাদের আক্রমণ করার চেষ্টা করে। বিএসএফ জওয়ান রাজীব কুমার তখন আত্মরক্ষার জন্য গুলি চালায়।
এই গুলিতে একজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতীয় সীমান্তের ১৫০ গজ ভিতরে। পরে তল্লাশি চালিয়ে বিএসএফ প্রচুর পরিমাণ চিনি, চারটি বড় ছুরি ও কাঠের টুকরো উদ্ধার করে।
বিএসএফ জানিয়েছে, মৃতের নাম আনোয়ার হুসেন, বয়স ৩৫ বছর, কুমিল্লার মীরপুরের প্রয়াত চারু মিঞাঁর ছেলে।
জিএইচ/এসজি(এএনআই, টাইমস অফ ইন্ডিয়া)