থাইল্যান্ডের রাজনীতি আবারো উত্তপ্ত
৮ এপ্রিল ২০০৯বিজ্ঞাপন
বর্তমান সরকারের পতনের উদ্দেশ্যে এ কর্মসূচী পালন শুরু করেছে থাকসিন সমর্থকরা৷ তারা ২৪ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী অভিসিত ভেজ্জাজিভা এবং থাই রাজার তিন উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে৷ তবে এ দাবি প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা: তিনি বলেছেন, বতর্মান সরকার একটি পুরোপুরি বৈধ সরকার৷ আন্দোলনরত সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভিডিও ভাষণে থাকসিন সিনাওয়াত্রা বলেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার এটাই উপযুক্ত সময়৷ এদিকে অব্যাহত রাজনৈতিক টানা পোড়েনে থাইল্যান্ডের পর্যটন শিল্প প্রায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে৷ সেখানে অবস্থানরত বিদেশী শ্রমিকরাও এখন নিরাপত্তাহীনতায় ভুগছে৷ সর্বশেষ পরিস্থিত নিয়ে সেখানে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ী আদম আলীর সঙ্গে কথা বলেছেন সাগর সরওয়ার৷