1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দক্ষ কর্মীদের ভিসা দেওয়া বাড়িয়েছে জার্মানি

১৮ নভেম্বর ২০২৪

জার্মানি চলতি বছর দক্ষ চাকরিপ্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে৷ এই সংখ্যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি৷ রোববার এক বিবৃতিতে এসব জানানো হয়৷

https://p.dw.com/p/4n7AI
Visum für Deutschland Schengenvisum Symbolbild
ছবি: DW

অভিবাসন আইন সহজ করায় এই বৃদ্ধি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন৷

দক্ষ জনবলের সংকট কাটাতে জার্মানি ক্যানাডার মতো পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে আসার সুযোগ তৈরি করেছে৷ এজন্য ‘অপরচুনিটি কার্ড' চালু করেছে জার্মানি৷ এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরি খোঁজার সুযোগ বেড়েছে৷ বর্তমানে জার্মানিতে প্রায় ১৩ লাখ ৪০ হাজার পদ খালি আছে৷

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ চাকরি সৃষ্টি হয়েছে৷ এর মধ্যে ৮৯ শতাংশ চাকরি পেয়েছেন বিদেশিরা৷

সরকার বিবৃতিতে জানানো হয়, অভিবাসন আইন সহজ করারপর নন-ইইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার ২০ শতাংশের বেশি বেড়েছে, শিক্ষানবিশ ভিসা দ্বিগুন হয়েছে৷ এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি ৫০ শতাংশ বেড়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, ‘‘মেধাবী তরুণেরা জার্মানিতে তাদের প্রশিক্ষণ ও পড়াশোনা আরও সহজে সম্পন্ন করতে পারছেন৷'' তিনি আরও জানান, ‘‘অপরচুনিটি কার্ডের জন্য অভিজ্ঞ ও সম্ভাব্য কর্মীরা এখন আরও দ্রুত ও সহজে উপযুক্ত চাকরি খুঁজতে পারছেন৷''

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন৷

গ্রিন কার্ড দিয়ে বিদেশি কর্মীদের কাছে টানতে চায় জার্মানি

অপরচুনিটি কার্ড

যোগ্যতা, জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন কর্মী অপরচুনিটি কার্ড পাবেন কিনা তা ঠিক করা হয়৷ এই লিংকে গিয়ে একজন ব্যক্তি এই কার্ড পাওয়ার যোগ্য কিনা, তা যাচাই করতে পারেন৷

যারা এই কার্ডের আবেদন করবেন তাদের জার্মানিতে থাকাকালীন সময়ে প্রতিমাসে অন্তত এক হাজার ইউরো খরচ করার সামর্থ্য আছে কিনা, তার প্রমাণ দিতে হবে৷

এই কার্ডধারীরা প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি পান৷ এক বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা যায়৷ এ কার্ডে সপ্তাহে মোট ২০ ঘণ্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যায়৷ চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারেন৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান