1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দীর্ঘ বিবাহিত জীবন

১৭ ফেব্রুয়ারি ২০১৪

সাধারণত সামরিক বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি হিসেবে প্রেসিডেন্ট পদক দেয়ার কথা শোনা যায়৷ কিন্তু পোল্যান্ডে বিষয়টা একেবারে অন্যরকম৷

https://p.dw.com/p/1B9ig
Symbolbild Gesundheit (Werte-Index)
ছবি: Fotolia/contrastwerkstatt

সেখানে যেসব দম্পতির বিবাহিত জীবন ৫০ বছর পেরিয়েছে তাঁদেরকে প্রেসিডেন্ট পদক দিয়ে সম্মানিত করা হয়৷ এভাবে প্রতি বছর গড়ে প্রায় ৬৫ হাজার পদক বিতরণ করা হয়৷

রাজধানী ওয়ারশোতে সাম্প্রতিক এক পদক বিতরণ অনুষ্ঠানে শহরের মেয়র বলেন, ‘‘এই পদক পাওয়ার জন্য আপনাকে একটানা ১৮ হাজার দিন কাজ করতে হয়৷ অন্য পদক পেতে এতটো প্রয়োজন হয় না৷ তাই অবশ্যই এটা পদক পাওয়ার মতো একটি অর্জন৷''

দীর্ঘ বিবাহিত জীবনের জন্য স্বীকৃতি দেয়ার রীতি অন্যান্য দেশেও আছে৷ যেমন যুক্তরাষ্ট্রের কোনো দম্পতির দাম্পত্য জীবন ৫০ পেরোলে তাঁদের হোয়াইট হাউস থেকে শুভেচ্ছা জানানো হয়৷ আর ব্রিটেনে দাম্পত্য জীবন ৬০ পেরোলে রানির কাছ থেকে একটি বার্তা পাঠানো হয়৷

তবে প্রেসিডেন্ট পদক দেয়ার মতো ঘটনা সম্ভবত শুধু পোল্যান্ডেই ঘটে থাকে৷ ‘মেডেলস অফ দ্যা ওয়ার্ল্ড' নামক একটি ওয়েবসাইট চালান মেগেন রবার্টসন৷ বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘‘এটা আসলেই অনন্য ঘটনা৷ বিয়ে টিকে থাকার জন্য এমন পদক দেয়ার কথা আমার আর জানা নেই৷''

প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকে পোল্যান্ডে এই রীতি চালু রয়েছে৷

যেভাবে টিকে রয়েছে

সাম্প্রতিক সময়ে প্রেসিডেন্ট পদক পেয়েছেন এমন একজন হলেন ক্রিস্টিনা সেরেনাস্কা৷ তাঁর মতে, তাঁরা যখন ছোট থেকে বড় উঠেছিলেন তখন সহজেই বিয়ে ভেঙে দেয়ার মতো বিষয়ের সঙ্গে পরিচিত ছিলেন না৷ ‘‘ডিভোর্সের বিষয়টি সমাজে গ্রহণযোগ্য ছিল না৷ গির্জার কাছে গ্রহণযোগ্য ছিল না৷ আর আমাদের পরিবারে কোনো তালাকের ঘটনা ছিল না৷''

সেরেনাস্কার স্বামী অবশ্য বিয়ে টিকে থাকার উপায় সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়েছেন একটু মজা করে৷ তিনি বলেন, ‘‘আমরা দু'জন পেশায় চিকিৎসক ছিলাম৷ এত ব্যস্ত থাকতে হতো যে মাসে হয়ত ১২দিন একজন আরেকজনের সঙ্গে দেখাই হতো না৷ এভাবে কবে যে ৫০ বছর কেটে গেছে টেরই পাইনি!''

জেডএইচ/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য