দু-তিন সপ্তাহের মধ্যেই খেলায় ফিরতে পারবেন রুনি : ফার্গুসন
২ এপ্রিল ২০১০খেলার এক্কেবারে শেষ মুহূর্তে সেদিন চোট পেয়ে, সঙ্গে সঙ্গেই মাটিতে শুয়ে পড়েন আধুনিক ফুটবলের এই তরুণ খেলোয়াড়৷ ডাক্তারি পরীক্ষায় জানা যায়, রুনি'র ডান পায়ের গোড়ালি মচকে গেছে৷ স্বাভাবিকভাবেই, চ্যাম্পিয়ন্স লীগের বাকি ম্যাচ ও বিশ্বকাপের শুরুর দিকে ম্যাচগুলিতে তাঁর উপস্থিতি সম্পর্কে চিন্তিত হয়ে পড়েন সকলে৷
তবে বৃহস্পতিবার রুনি'র ডান পায়ের গোড়ালি স্ক্যান করার পর, এবার কিছুটা হলেও নিশ্চিন্ত ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের কর্মকর্তারা৷ শুক্রবার ম্যানচেস্টার ইউনাইটেড'এর ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসন জানান, রুনি'র ডান পায়ে লিগামেন্টের ক্ষতি হলেও, তা মারাত্মক কিছু নয়৷ এছাড়া, হাড়েরও কোনো ক্ষতি হয়নি৷ তাই দু-তিন সপ্তাহের মধ্যেই আবার খেলার মাঠে ফিরতে পারবেন রুনি৷ জানান ফার্গুসন৷
ভুলে গেলে চলবে না, বলের নিয়ন্ত্রণ, পাস দেওয়া ও গোল করা - সব কিছুতেই দক্ষ ওয়েন রুনি৷ এমন কি, বায়ার্ন মিউনিখের সঙ্গে শেষ খেলাতেও ৬২ সেকেণ্ডের মাথায় প্রথম গোলটি করেন তিনি৷
উল্লেখ্য, ম্যানচেস্টার ইউনাইটেডে রুনি'র জার্সি নম্বর আট আর ইংল্যান্ডের জাতীয় দলে নয়৷
প্রতিবেদক : দেবারতি গুহ
সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক