‘দুবাই চকলেট' অবশ্যই দুবাই থেকে আসতে হবে : জার্মান আদালত
১৫ জানুয়ারি ২০২৫জার্মানির নিত্যপ্রয়োজনীয় পণ্যের চেইন শপ আলডি ‘আলিয়ান দুবাই হ্যান্ডমেড চকলেট' বাজারজাত করে আসছিল৷ তবে এই বিশেষ চকলেটটি তুরস্কে প্রস্তুতকৃত৷
বাজারজাতকরণে নিষেধাজ্ঞা আরোপ করে আদালত বলেছে, চকলেটটির নাম তখনই শুধুমাত্র দুবাই চকলেট দেয়া যাবে যখন তা শুধুমাত্র দুবাই থেকে আমদানি করা হবে৷ পশ্চিম জার্মানির শহর কোলনের আদালত জার্মান সুপার শপ আলডিকে এই চকলেট বিপণন ও বাজারজাতকরণ না করতে আদেশ দিয়েছে৷
আদালতে আলডি আত্মপক্ষ সমর্থন করতে যেয়ে বলে, চকলেটের মোড়কে স্পষ্ট লেখা আছে এটি তুরস্কে তৈরি৷ তবে ক্রেতারা চকলেটের নাম দেখে এটি দুবাইয়ে তৈরি ভেবে বিভ্রান্ত হতে পারে বলে মনে করেছে আদালত৷
জার্মানির চকলেট আমদানিকারক আন্দ্রেয়াস ভিলমার আদালতে এ বিষয়ে অভিযোগ দায়ের করেন৷ আন্দ্রেয়াস ভিলমার দুবাইয়ে প্রস্তুতকৃত ‘ফিক্স' ব্র্যান্ডের ‘দুবাই চকলেট' জার্মানিতে আমদানি করেন৷ এর আগে ডিসেম্বরে আলডির প্রতিদ্বন্দ্বী লিডল ও সুইজারল্যান্ডের চকলেট কোম্পানি লিন্ডট এর বিরুদ্ধে মামলা করেছিলেন- যা আদালতে এখনও চলমান রয়েছে৷
‘দ্য এসোসিয়েশন অফ জার্মান কনফেকশনারি ইন্ডাস্ট্রি' জানিয়েছে দুবাই চকলেট বিশ্বের যে কোনো দেশেই তৈরি হতে পারে৷ তবে আদালত এই দাবি খারিজ করে দিয়েছে৷
এসএইচ/জেডএইচ (এএফপি, ইপিডি)