ধর্ম ও আধ্যাত্মিক কারণে সরে যাওয়া তারকারা
মিলান, নিউইয়র্কের মতো শহরের রানওয়েতে হিজাব পরে হাঁটা প্রথম মডেল হালিমা এডেন ২০২০ সালের নভেম্বরে ফ্যাশন জগত থেকে সরে যাওয়ার ঘোষণা দেন৷ ছবিঘরে এমন আরও কয়েক তারকার কথা থাকছে৷
হালিমা এডেন
সোমালি-অ্যামেরিকান মডেল হালিমা এডেন ২০২০ সালের নভেম্বরে ফ্যাশন জগত থেকে সরে যাওয়ার ঘোষণা দেন৷ মিলান, নিউইয়র্কের মতো শহরের রানওয়েতে হিজাব পরে হাঁটা প্রথম মডেল তিনি৷ কেনিয়ার শরণার্থী শিবিরে জন্ম নেয়া এডেন সাত বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান৷ তিনি বলেন, ফ্যাশন ইন্ডাস্ট্রি তাকে তার ধর্মীয় বিশ্বাস থেকে সরে যেতে বাধ্য করেছে৷ ফটোশুটের সময় তিনি অস্বস্তি বোধ করতেন বলেও জানিয়েছেন৷
বিনোদ খান্না
বলিউড তারকা বিনোদ খান্না ১৯৮২ সালে আধ্যাত্মিক গুরু রাজনিশ-এর, যিনি ওশো নামেও পরিচিত, শিষ্য হতে বিনোদন জগত ছেড়ে দেন৷ এরপর যুক্তরাষ্ট্রের অরেগন রাজ্যে গড়ে ওঠা রাজনিশপুরামে গিয়ে স্বামী বিনোদ ভারতি নাম নিয়েছিলেন৷ ১৯৯০ সালে রাজনিশের মৃত্যুর পর ভারতে গিয়ে রাজনীতিতে যোগ দেন বিনোদ খান্না৷ ২০১৭ সালে তার মৃত্যু হয়৷
সানা খান
মানুষের সেবা ও সৃষ্টিকর্তার পথ অনুসরণ করতে ২০২০ সালের ৮ অক্টোবর ইন্সটাগ্রামে পোস্ট দিয়ে শোবিজ ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেত্রী ও রিয়েলিটি টিভি শো ‘বিগ বস’ তারকা সানা খান৷ ২০ নভেম্বর মুফতি আনাস সায়ীদের সঙ্গে তার বিয়ে হয়েছে৷ এরপর ইন্সটাগ্রামে ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘‘আমি কখনও ভাবিনি, হালাল ভালবাসা এত সুন্দর হতে পারে৷’’
জাইরা ওয়াসিম
বলিউড তারকা আমির খানের ‘দঙ্গল’ মুভিতে কাজ করেছেন জাইরা ওয়াসিম৷ ধর্মের সঙ্গে নিজের সম্পর্ক হুমকির মুখে পড়ছে- এই অনুভূতি হওয়ার কারণে চলচ্চিত্র জগত থেকে সরে গেছেন তিনি৷
অনু আগারওয়াল
১৯৯০ সালে মুক্তি পাওয়া বলিউড ব্লকবাস্টার ‘আশিকি’র নায়িকা ছিলেন অনু আগারওয়াল৷ এরপর ফিল্ম ক্যারিয়ার ছেড়ে ভারতের উত্তরাখন্ডের এক আশ্রমে যোগ দেন৷ ১৯৯৯ সালে গাড়ি দুর্ঘটনায় পড়ে ২৯ দিন কোমায় ছিলেন৷ এরপর সন্ন্যাসব্রত গ্রহণ করেন৷ ইন্সটাগ্রামে তিনি অনেক ছবি পোস্ট করেন৷ এগুলোতে তাকে যোগব্যায়াম করতে দেখা যায়৷
বারখা মদন
১৯৯৬ সালে বলিউড তারকা অক্ষয় কুমার ও রেখা অভিনীত ‘খিলাড়িও কা খিলাড়ি’ মুভিতে প্রথম অভিনয় করেন বারখা মদন৷ সেই সময় টিভিতেও পরিচিত মুখ ছিলেন৷ পরে তিনি বৌদ্ধ ধর্মের সন্ন্যাসিনী হন৷ নাম পরিবর্তন করে হয়েছেন জালটেন সামটেন৷
মমতা কুলকার্নি
শাহরুখ খান, সালমান খানদের বিপরীতে অভিনয় করা মমতার নাম একসময় মাদকচক্রের সঙ্গেও জড়িয়েছে৷ পরে সব ছেড়ে আধ্যাত্মিকতায় মনোনিবেশ করেন৷ ঈশ্বর তার প্রথম ভালবাসা বলে জানান৷ আধ্যাত্মিকতার উপর বইও লিখেছেন৷