নরওয়েতে জলবায়ু পরিবর্তনের থাবা
চলতি সপ্তাহে নরওয়েতে অতিবৃষ্টি ও ভূমিধসের ঘটনা ঘটেছে৷ বিভিন্ন নদীর পানি গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে৷
খারাপ আবহাওয়া
চলতি সপ্তাহের শুরু থেকে নরওয়ের একটি অংশে খারাপ আবহাওয়া দেখা গেছে৷ অতিবৃষ্টি ছাড়াও ঝড়ো হাওয়া এবং ভূমিধসের ঘটনা ঘটেছে৷ অনেক জায়গায় বিদ্যুতের লাইন উপড়ে যায়৷ গণপরিবহণও বন্ধ করে দিতে হয়েছিল৷ ছবিতে একটি বিদ্যুৎকেন্দ্রে পানি প্রবাহিত হতে দেখা যাচ্ছে৷
৫০ বছরের মধ্যে সর্বোচ্চ
বৃষ্টির কারণে নদীর পানি এবার অন্তত গত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বেড়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ ছবিতে ডক্কা নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর পাড়ে স্থাপন করা ক্যাম্পগুলো ডুবে যাওয়া অবস্থায় দেখা যাচ্ছে৷
বাঁধ ক্ষতিগ্রস্ত
গ্লোমা নদীর পানির তোড়ে একটি বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়৷
শহরে পানি
বুধবার নরওয়ের স্টুরএলভা নদীর পানি হ্যোনেফস শহরের মধ্য দিয়ে বয়ে যায়৷
মানুষজনকে সরিয়ে নেয়া হয়
অতি বৃষ্টির কারণে চার হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়৷ এর বেশিরভাগই হ্যোনেফস শহরের বাসিন্দা৷ রাজধানী অসলো থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত হ্যোনেফস৷ ছবিতে অসলোর কাছে ভালড্রেসে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন দেখা যাচ্ছে৷
যান ও রেল চলাচল বন্ধ
পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকটি মূল সড়ক বন্ধ করে দিতে হয়েছিল৷ এছাড়া দক্ষিণ নরওয়েতে রেল চলাচল স্থগিত রাখতে হয়েছিল৷ ছবিতে অসলো-ব্যার্গেন রেললাইনের একটি ক্ষতিগ্রস্ত অংশ দেখা যাচ্ছে৷
দায়ী জলবায়ু পরিবর্তন
নরওয়ের এমন আবহাওয়ার জন্য বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনকে দায়ী করছেন৷ ছবিতে একটি বাসা ভেসে যেতে দেখা যাচ্ছে৷