নারীর বিরুদ্ধে সহিংসতা বাড়ছে জার্মানিতে
২৬ নভেম্বর ২০২৪নারীর প্রতি সহিংসতা দমনে সরকারকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিকারকর্মীরা৷
জার্মানিতে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে৷ জার্মানির ক্রিমিনাল পুলিশ বিকেএ-র প্রথমবারের মতো প্রকাশিত ‘‘নারীর বিরুদ্ধে লিঙ্গভিত্তিক অপরাধ ২০২৩'' প্রতিবেদন বলছে সেবছর ৩৬০ নারীকে হত্যা করেছেন পুরুষরা৷ এসবের অধিকাংশ ঘটেছে দাম্পত্য কলহ বা বিচ্ছেদের সময়৷
প্রতিবেদনটি অক্টোবরে প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেইজার বলেন, ‘‘আমরা প্রায় প্রতিদিনই জার্মানিতে একজন করে নারী খুন হতে দেখছি৷ তারা নারী বলে সহিংসতার শিকার হচ্ছেন৷ এটা অসহনীয় ব্যাপার৷''
বিকেএ-র দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১৫৫ নারী তাদের সঙ্গী বা প্রাক্তন সঙ্গীর হাতে খুন হয়েছেন৷
আইনজীবী কোরিনা ভেরান ইটসচার্ট কয়েকটি ছোট শিশুসহ এক নারীর কথা স্মরণ৷ বিচ্ছেদের দুই বছর কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে তার স্বামী অনুসরণ করতেন৷ তিনি বলেন, ‘‘সেই নারীর স্বামী তাকে বাড়ির প্রবেশমুখে হত্যা করেন৷''
এরকম ঘটনা আরো বেশ কয়েকটি ঘটেছে৷ নারীদের জন্য সুরক্ষাকেন্দ্র থাকলেও হত্যা থেমে নেই৷
জার্মানিতে নারী হত্যাকে আলাদা কোনো ধরনের অপরাধ হিসেবে বিবেচিত করা হয় না৷ খুনিদের বিরুদ্ধে খুন বা নরহত্যার অভিযোগ আনা হয়৷
এক জরুরী চিঠিতে বিভিন্ন অধিকার সংগঠন এবং ত্রিশ হাজারের মতো একক ব্যক্তি জার্মানির কেন্দ্রীয় সরকারকে ২০২১ সালে জোট গড়ার সময়ের এক ঐক্যমত্যের কথা উল্লেখ করে দিয়েছেন৷ জোট সরকারে থাকা রাজনৈতিক দলগুলো সেসময় ‘‘সহিংসতার শিকারদের আরো ভালো সুরক্ষা দেয়ার জন্য আইন তৈরির'' কথা বলেছিল৷ গৃহনির্যাতনবিরোধী সেই আইনের খসড়া তৈরি হলেও তা বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতার জন্য ঝুলে আছে৷
প্রতিবেদন: আন্দ্রেয়া গ্রুনাউ/এআই