নিউ ইয়র্কে গেলেন শেখ হাসিনা
২০ সেপ্টেম্বর ২০২২২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনার বক্তৃতা দেয়ার কথা রয়েছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এই আসরে এবারও তিনি বাংলায় বক্তব্য দিবেন৷
স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান৷ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত বিমানবন্দরে তাকে স্বাগত জানান৷
ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়' উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরবেন শেখ হাসিনা৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে বিডিনিউজ জানিয়েছে, সংকট সমাধানে আলোচনার উপর জোর দেবেন তিনি৷
২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানেও তার যোগ দেয়ার কথা রয়েছে৷ এসময় বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সূচী রয়েছে৷ এর মধ্যে ২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ অংশ নিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে৷ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোর এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে এদিন শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে৷
জাতিসংঘ অধিবেশনে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
পরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এর আগে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা৷ রোববার লন্ডনের ওয়েস্ট মিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানান তিনি৷ সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পথে রওনা হন৷
এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)