1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউ ইয়র্কে গেলেন শেখ হাসিনা

২০ সেপ্টেম্বর ২০২২

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নেয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/4H6hm
Bangladesch Dhaka Sheikh Hasina
ছবি: Xinhua News Agency/picture alliance

২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে শেখ হাসিনার বক্তৃতা দেয়ার কথা রয়েছে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, এই আসরে এবারও তিনি বাংলায় বক্তব্য দিবেন৷

স্থানীয় সময় সোমবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান৷ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত বিমানবন্দরে তাকে স্বাগত জানান৷

ইউক্রেইন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ‘একতরফা নিষেধাজ্ঞায়' উন্নয়নশীল দেশগুলোর ক্ষতির কথা জাতিসংঘে তুলে ধরবেন শেখ হাসিনা৷ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃত করে বিডিনিউজ জানিয়েছে, সংকট সমাধানে আলোচনার উপর জোর দেবেন তিনি৷

২৫ সেপ্টেম্বর পর্যন্ত নিউ ইয়র্কে অবস্থানকালে বেশ কয়েকটি অনুষ্ঠানেও তার যোগ দেয়ার কথা রয়েছে৷ এসময় বেশ কয়েকজন রাষ্ট্রনেতা এবং জাতিসংঘ মহাসচিব ও জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনারের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠকের সূচী রয়েছে৷ এর মধ্যে ২০ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি৷ অংশ নিবেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে৷ স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোর এবং জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে এদিন শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে৷

জাতিসংঘ অধিবেশনে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

পরে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্সের উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে ১৫ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা৷ রোববার লন্ডনের ওয়েস্ট মিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানান তিনি৷ সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পথে রওনা হন৷

এফএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)