নিউইয়র্ক শহরে বৃষ্টির ‘নতুন বাস্তবতা’
নিউইয়র্ক শহরে বৃষ্টির ‘নতুন বাস্তবতা’
ঝুম বৃষ্টি
গত ৩০ সেপ্টেম্বর ঝুম বৃষ্টি নামে নিউইয়র্কের আকাশ থেকে৷ প্রায় আট ইঞ্চি বা ২০ মিলিমিটার সমপরিমাণ বৃষ্টিপাত হয়৷ আর এতেই ডুবে যায় অ্যামেরিকার সবচেয়ে জনবহুল শহরটি৷
তাহাদের ছোট নদী
নিউইয়র্কের রাস্তা, অলি-গলি যেন একেকটা ছোট ছোট নদী৷ কোথাও কোথাও নৌকাও দেখা গেছে৷ সেন্ট্রাল পার্কের চিড়িয়াখানার সী লায়নগুলো তাদের পুল ছেড়ে বাইরেও সাঁতরেছে বলে খবর পাওয়া গেছে৷
যান চলাচল ব্যাহত
যান চলাচল বাধাগ্রস্ত হয়েছে৷ কোথাও কোথাও বাসগুলো ঠায় দাঁড়িয়ে ছিল ঘন্টার পর ঘন্টা৷
চিকিৎসা সেবায় বাধা
সপ্তাহান্তে বন্যার পানি নেমে এলেও তার আগে চিকিৎসা সেবা দিতে গিয়ে সমস্যায় পড়ে স্থানীয় একটি হাসপাতাল৷ তাদের বিদ্যুৎ চলে যায়৷ ফলে ডাক্তার, স্টাফ ও রোগীদের সেখান থেকে সরিয়ে নেয়া হয়৷
জরুরি অবস্থা
স্থানীয় প্রশাসন এক রকমের জরুরি অবস্থা ঘোষণা করে৷ এতে করে ক্ষতিগ্রস্তদের জরুরি সেবা পৌঁছে দেয়া সহজ হয়৷
নতুন বাস্তবতা
নিউইয়র্কের মেয়র ক্যাথি হোখুল এই পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত নতুন বাস্তবতা বলে উল্লেখ করেছেন৷ তিনি একে ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন৷
বৃষ্টিপাত ও জলবায়ু পরির্তন
জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে৷ ফলে বাড়ছে বাতাসে বাষ্পের পরিমাণ৷ তাই কারণে অকারণে যখন তখন বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে৷ নিউইয়র্কের মত নিচু শহরগুলো এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তা সহজেই প্লাবিত হয়ে পড়ছে৷