নিখোঁজ বিমান নিয়ে রহস্য কাটেনি
১৯ মে ২০১৬গোড়ায় শোনা গিয়েছিল যে, মিশরের মিলিটারি সার্চ টিমগুলি বৃহস্পতিবার সকালে স্থানীয় সময় ৪:২৬-এ নিখোঁজ বিমানটির সংকটকালীন প্রণালী থেকে একটি বিপদসংকেত পেয়েছে৷ বিমানটি কিন্তু তার দু'ঘণ্টা আগেই রাডার থেকে উধাও হয়েছে৷ এবার সামরিক বাহিনী এ ধরনের কোনো ডিস্ট্রেস সিগনাল পাবার কথা অস্বীকার করেছে৷
ইজিপ্টেয়ার-এর ৮০৪ নং উড়ালটি প্যারিস থেকে কায়রো যাবার পথে স্থানীয় সময় সকাল পৌনে তিনটে নাগাদ রাডার স্ক্রিন থেকে উধাও হয়; এর ৪৫ মিনিট পরেই বিমানটির কায়রোয় নামার কথা ছিল৷ উধাও হবার সময় এ৩২০ এয়ারবাস বিমানটি ৩৭,০০০ ফুট উচ্চতায় উড়ছিল ও ইতিমধ্যেই মিশরের বায়ু অঞ্চলের ১৬ কিলোমিটার অভ্যন্তরে প্রবেশ করেছিল৷ স্থানটি মিশরের ভূমধ্যসাগরীয় উপকূলবর্তী আলেক্সান্ড্রিয়া শহরের উত্তরে৷
বিমানে ৫৬ জন যাত্রী ও আরো দশজন ‘ক্রু' অর্থাৎ বিমানকর্মী ছিলেন, বলে জানিয়েছে ইজিপ্টেয়ার৷ বিমানচালক দৃশ্যত একজন অভিজ্ঞ পাইলট, যিনি ইতিমধ্যে ৬,০০০ ঘণ্টার বেশি বিমান চালিয়েছেন৷ বিমানের সঙ্গে ভূপৃষ্ঠের শেষ বেতার সংযোগ ঘটে বিমানটি রাডার স্ক্রিন থেকে মুছে যাওয়ার দশ মিনিট আগে৷
ইজিপ্টেয়ার বিমানের যাত্রীদের যে তালিকা দিয়েছে, তাতে দেখা যাচ্ছে, প্রধানত মিশরীয় ও ফরাসি নাগরিকরাই আরোহী ছিলেন৷ যাত্রীদের মধ্যে একটি শিশু ও দু'টি কোলের শিশু থাকার কথা শোনা যাচ্ছে৷
ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন৷ ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভাল্স বলেছেন যে, বিমানটি কী কারণে নিখোঁজ হয়েছে, সে ব্যাপারে কোনো সম্ভাবনাই আপাতত বাদ দেওয়া যাচ্ছে না৷
এসি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ)