1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তাব্যবস্থা যাচাই করছে জার্মান সরকার

২৪ ডিসেম্বর ২০২৪

জার্মানির মাগডেবুর্গ শহরে গাড়ি নিয়ে বড়দিনের বাজারে হামলার ঘটনায় পাঁচ জন নিহত হন৷ এই ঘটনার পর নিরাপত্তাব্যস্থায় কী ধরনের ত্রুটি ছিল তা যাচাই করছে সরকার৷

https://p.dw.com/p/4oXv8
দায়িত্বরত জার্মানি পুলিশ
নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, কিংবা কী ধরনের ঘাটতি ছিল, মাগডেবুর্গের ঘটনার পর তা খতিয়ে দেখছে জার্মান সরকার৷ ফাইল ফটোছবি: EHL Media/IMAGO

নিরাপত্তাব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, কিংবা কী ধরনের ঘাটতি ছিল, মাগডেবুর্গের ঘটনার পর তা খতিয়ে দেখছে জার্মান সরকার৷

গত সপ্তাহান্তে সাক্সনি-আনহাল্ট রাজ্যের মাগডেবুর্গ শহরের বড়দিনের বাজারের ভিড়ে এক ব্যক্তি সজোরে গাড়ি চালিয়ে দেয়৷ সেই ঘটনায় এক শিশুসহ পাঁচজন নিহত এবং অন্তত দুইশ জন আহত হয়েছেন৷ হামলাকারী ব্যক্তি সৌদি আরবের নাগরিক৷ তিনি ২০০৬ সাল থেকে জার্মানিতে বসবাস করছেন৷ তবে কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি৷

তার আগে ২০১৬ সালে রাজধানী বার্লিনে বড়দিনের বাজারে গাড়ি হামলার ঘটনা ঘটেছিল৷ সেই হামলায় ১৩জন নিহত এবং ৭০জন আহত হন৷ ওই ঘটনার পর দেশজুড়ে বড়দিনের বাজারগুলোকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছিল জার্মান সরকার৷ কিন্তু তারপরও কীভাবে আবারো এমন হামলার ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন তৈরি হয়৷ হামলা ঠেকাতে সরকার আরো অনেক কিছুই করতে পারতো কিনা তা নিয়েও শুরু হয়েছে আলোচনা৷ বিশেষ করে ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের আগে দেশটির নিরাপত্তাব্যবস্থা এবং অভিবাসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়৷  

এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজার দেশের অভ্যন্তরীন নিরাপত্তা শক্তিশালী করার কথা জানান৷ সেইসাথে পুলিশকে শক্তিশালী করতে নতুন আইন প্রণয়ন এবং বায়োমেট্রিক পদ্ধাতিতে নজরদারি চালুর কথাও জানান তিনি৷ 

জার্মান সংবাদমাধ্যম ডেয়ার শ্পিগেলকে জার্মানির  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এটি পরিস্কার যে, এমন ভয়াবহ হামলার ঘটনা থেকে জার্মানির মানুষদের বাঁচাতে আমাদেরকে সবকিছুই করতে হবে৷ এর জন্য আমাদের নিরাপত্তা প্রশাসনের প্রয়োজনীয় সব ক্ষমতা দরকার এবং আরো লোকবল দরকার৷’’

জানা গেছে, হামলাকারী ওই ব্যক্তির বিষয়ে জার্মান সরকারকে অবহিত করেছিল সৌদি আরব৷ এ বিষয়ে জার্মানি সংসদের সিকিউরিটি কমিটির উপ-প্রধান একটি বিশেষ সভার আয়োজন করবেন৷ সভায় ওই ব্যক্তির বিষয়ে আগে থেকে পাওয়া সতর্কবার্তার বিষয়েও আলোচনা করা হবে৷

জার্মানিতে বেড়েছে অপরাধ

উদ্ভুত পরিস্থিতিতে দেশটির গোয়েন্দা দপ্তরকে আরো শক্তিশারী করার আহ্বান জানিয়েছে বিরোধী দল সিডিইউ৷ দলটির বিচার বিষয়ক মুখপাত্র গুন্টার  ক্রিংস বলেন, ‘‘অপরাধমুলক এবং সন্ত্রাসী হামলার তথ্য প্রায় সময়ই বিদেশি গোয়েন্দাদের কাছ থেকে আসে৷ আমরা এ বিষয়টির উপর আস্থা রাখতে পারি না৷ আর এজন্য জার্মান নিরাপত্তাবাহিনীর আরো ক্ষমতা দরকার, যেন ডিজিটাল যুগে নিজেরাই তথ্য সংগ্রহ করতে পারে৷’’

উল্লেখ্য, ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানির তথ্য সুরক্ষা আইন সবচেয়ে কড়া৷ এমন আইনের কারণে নিরাপত্তারক্ষীরা বায়োমেট্রিক পদ্ধতিতে নজরদারি করতে পারেন না৷

হামলার ঘটনা নিয়ে সাক্সনি-আনহাল্ট রাজ্যও অনুসন্ধান করতে চায়৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র জানান, হামলার কারণ এবং এর প্রভাব নিয়ে আলোচনা করতে একটি সভা আহ্বান করবে রাজ্যের সংসদ৷ 

উল্লেখ্য, জার্মানির উত্তরের ব্রেমেরহাফেন শহরে টিকটক ভিডিওতে সেখানকার বড়দিনের বাজারে ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেওয়ার ঘটনায় এক ব্যক্তিকে সোমবার আটক করেছে পুলিশ৷

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত ভিডিওতে ওই ব্যক্তি সেখানকার বড়দিনের বাজারে ঢুকে দেখতে আরব বা ভৌগলিকভাবে দক্ষিণাঞ্চলের মানুষের উপর ছুরি নিয়ে হামলা চালানোর হুমকি দেন৷

স্থানীয়দের কাছ থেকে ওই ভিডিওর বিষয়ে জানার পর পুলিশ তাকে আটক করে৷ আটক হওয়া ব্যক্তির বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ৷

আরআর/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য