পর্যটক কমানোর নানামুখী উদ্যোগ
পর্যটকদের ভীড়ের কারণে নানাভাবে ক্ষতি হয় পরিবেশের৷ আর তাই পরিবেশ রক্ষায় পর্যটকদের উপর ফি আরোপসহ নানা ধরনের উদ্যোগ নিচ্ছে কয়েকটি দেশ৷বিস্তারিত এই ছবিঘরে...
নিউজিল্যান্ড
প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের দেশটি পর্যটনের জন্য বিখাত৷ তবে পর্যটকদের আনাগোনা ক্ষতি করছে পরিবেশের৷ আগামী অক্টোবর থেকে দেশটিতে ঘুরতে চাইলে প্রতিজনকে ২০ ইউরো পর্যটন ফি দিতে হবে৷
ভুটান
পর্যটকদের আনাগোনা কমিয়ে আনতে উচ্চ মাত্রার পর্যটন ফি আরোপ করেছে দক্ষিণ এশিয়ার এই দেশ৷ প্রতিদিনের ভ্রমণের জন্য একজন পর্যটককে গুণতে হবে ২৫০ ইউরো৷ সেই সাথে ট্রাভেল এজেন্সির মাধ্যমে পর্যটনের জন্য নিবন্ধিত হওয়ার নিয়ম তো আছেই৷
ভেনিস
প্রতিবছর প্রায় ৩ কোটি পর্যটক আসের ইাটালির এ শহরটি দেখতে৷আগামি সেপ্টেম্বর থেকে পর্যটন প্রতি তিন ইউরো ফি ধার্য করেছে কর্তৃপক্ষ৷
বোরাসে
ফিলিপাইন্সের এ দ্বীপটিতে পর্যটকদের প্রবেশ প্রায় ছয় মাস বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ৷ আবার চালু হলেও এখন আর নির্দিষ্ট সংখ্যার বেশি পর্যটক প্রবেশ করতে দেয়া হয় না৷ আর বেপরোয়া পর্যটকদের জন্য দ্বীপটি একেবারেই নিষিদ্ধ৷
ফারোয়ে দ্বীপ
ছয় মাসের জন্য না হলেও গত এপ্রিলের শেষ সপ্তাহান্তে পর্যটকদের জন্য বন্ধ ছিল দ্বীপটি৷ এ সময় কিছু সংস্কার কাজ করেছে কর্তৃপক্ষ৷
ডুবরোভনিক
প্রমোদতরীতে করে প্রতিবছর কয়েক মিলিয়ন পর্যটক আসে ক্রোয়েশিয়ার এ দ্বীপটিতে৷ তবে এখন পর্যটকের সংখ্যা নিয়ন্ত্রণ করা হচ্ছে৷ চলতি বছর কর্তৃপক্ষ প্রতিদিন দুটির বেশি প্রমোদতরী ভিড়তে দেয়নি এ দ্বীপে৷
পেরু
সীমিত করা হয়েছে পেরুর মাচুপিচু শহরের পর্যটকের সংখ্যা৷ এ সংখ্যা এখন প্রতিদিন মাত্র ছয় হাজার৷ এদিকে পর্যটকদের জন্য দৈনিক দুই ঘন্টার বেশি খোলা রাখবে না এটি, এমন পরিকল্পনাও করছে সরকার৷