পর্যটকদের চোখে বিশ্বের সেরা দশ গন্তব্য
ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ট্রিপঅ্যাডভাইসর পর্যটকদের বিবেচনায় বিশ্বের সেরা দশ গন্তব্যের তালিকা প্রকাশ করেছে৷ মূলত সাইটটির ব্যবহারকারীদের রিভিউ-এর ভিত্তিতে তৈরি হয়েছে তালিকাটি৷
উডুড, ইন্দোনেশিয়া
ট্রিপঅ্যাডভাইসরের তালিকার দশ নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার উডুড এলাকা৷ সেখানকার রেইনফরেস্ট এবং ধাপে ধাপে ধান চাষের পদ্ধতি পর্যটকদের বিশেষ আকর্ষণ করে৷ পাশাপাশি রয়েছে ঐতিহ্যবাহী বিভিন্ন হিন্দু মন্দির এবং প্রার্থনার স্থান৷
নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর পর্যটন সংক্রান্ত প্রায় সব তালিকাতের স্থান পায়৷ এম্পায়ার স্টেট বিল্ডিং, টাইমস স্কয়ার, স্ট্যাচু অফ লিবার্টিসহ বেশ কিছু প্রতীকী স্থাপনার অবস্থা এই শহরে৷
হ্যানয়, ভিয়েতনাম
ভিয়েতনামের রাজধানী হ্যানয় শত বছরের পুরনো বিভিন্ন স্থাপত্যের জন্য বিশেষভাবে পরিচিত৷ শহরটিতে দক্ষিণপূর্ব এশিয়া, চীনা এবং ফরাসি সংস্কৃতির মিশ্রণ ঘটেছে৷
রোম, ইটালি
প্রায় তিন হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ধারণ করছে ইটালির রাজধানী রোম৷ প্রতিবছর অসংখ্য পর্যটন শহরটি ভ্রমণ করেন৷
প্রাগ, চেক প্রজাতন্ত্র
চেক প্রজাতন্ত্রের রাজধানী এবং সবচেয়ে বড় শহর প্রাগ৷ সেখানকার পুরনো শহরের চত্বরকে অনেকে মনে করেন ইতিহাসের কেন্দ্র৷ আর সপ্তাদশ আর অষ্টাদশ শতকের বিভিন্ন স্থাপনার জন্য শহরটি বিশেষভাবে নজড় কাড়ে৷
সিয়াম রিপ, কম্বোডিয়া
কম্বোডিয়ার সিয়াম রিপ পর্যটকদের জন্য এক বিশেষ আকর্ষণ৷ ট্রিপঅ্যাডভাইসরের তালিকায় পঞ্চম অবস্থান আছে এটি৷
প্যারিস, ফ্রান্স
গতবছর সন্ত্রাসী হামলার শিকার ফ্রান্সের রাজধানী প্যারিস বলতে গেলে ইউরোপের মুক্ত জীবনধারার প্রতীক৷ শিল্পকলা, ফ্যাশন আর সংস্কৃতির মেলবন্ধন ঘটেছে শহরটি, যার ক্যাফে কালচার বিশেষভাবে পরিচিত৷
মারাক্কেশ, মরক্কো
মরক্কোর সাবেক ইম্পেরিয়াল সিটি মারাক্কেশে সেদেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্র৷ মসজিদ, প্যালেস আর বাগানে ঠাসা শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়৷
ইস্তানবুল, তুরস্ক
ইউরোপ আর এশিয়ার মিলন ঘটেছে ইস্তানবুলে৷ সাম্প্রতিক সময়ে তুরস্কে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার পর শহরটিতে পশ্চিমা পর্যটকদের সংখ্যা কমতির দিকে৷
লন্ডন, গ্রেট ব্রিটেন
ট্রিপঅ্যাডভাইসরের তালিকায় প্রথমে রয়েছে লন্ডনের নাম৷ গ্রেট ব্রিটেনের রাজধানীতে পুরনো ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক স্থাপত্য, সবই মিলবে৷