পর্যটনের অবহেলিত গন্তব্য জার্মানির ড্রেসডেন
২২ জুন ২০২৩লোনলি প্ল্যানেট নামের ভ্রমণের বইয়ের প্রকাশক ২০২৩ সালে ড্রেসডেন শহরকে অন্যতম সেরা ভ্রমণের গন্তব্য হিসেবে তুলে ধরছে৷ ড্রেসডেন শহরের আকর্ষণ চিরকালই জানা ছিল৷ এর ছয়টা কারণ তুলে ধরা যাক৷
উঁচু জায়গা থেকে ড্রেসডেন শহরের দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো৷ যেমন এলবে নদীর এক প্রান্ত থেকে বারোক যুগের বিখ্যাত ওল্ড টাউন খুব সুন্দর লাগে৷ অষ্টাদশ শতাব্দীর ইটালীয় শিল্পী কানালেতোর আঁকা ছবির সুবাদে সেই দৃশ্যকে ‘কানালেতো ভিউ' বলা হয়৷
‘চার্ট অফ আওয়ার লেডি' দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল৷ দুই জার্মানির পুনরেকত্রীকরনের পর গোটা বিশ্ব থেকে চাঁদার অর্থ ব্যয় করে সেই গির্জা পুনর্গঠন করা হয়৷ আজ এই উপাসনালয়টি পুনর্মিলনের প্রতীক হয়ে উঠেছে৷ সোম থেকে শুক্রবার দুপুর ১২টা নাগাদ গির্জার অরগ্যানের সুন্দর সুর শোনা যায়৷ তারপর সেই ভবন ঘুরে দেখতে বিনামূল্যের গাইডেড ট্যুর তো আছেই৷
বেশ কয়েকটি চমকপ্রদ ভবন ও সবুজ বাগানভরা সুইঙার প্রাসাদের কমপ্লেক্স ঘুরে দেখার জন্য অবশ্যই হাতে সময় রাখা উচিত, যা বারোক যুগের অসাধারণ শিল্পকীর্তি হিসেবে পরিচিত৷ সেটি ড্রেসডেন শহরের অন্যতম বিখ্যাত দ্রষ্টব্য৷
সেখানেই ‘ওল্ড মাস্টার্স' চিত্রশিল্পীদের গ্যালারি রয়েছে৷ কয়েকশো বছরের পুরানো প্রায় ৭০০ পেন্টিং সেখানে শোভা পাচ্ছে৷ সেগুলির মধ্যে কানালেতোর বিখ্যাত ড্রেসডেন স্কাইলাইনের ছবিও রয়েছে৷ রাফায়েলের সিস্টিন ম্যাডোনাও সেই সংগ্রহের অংশ৷ সেখানকার দুই দেবদূতকে গোটা বিশ্বের অসংখ্য পোস্টার ও পোস্টকার্ডে দেখা যায়৷
রয়েল প্যালেস ও সেখানকার ‘গ্রিন ভল্ট'-ও আবশ্যক গন্তব্যের মধ্যে পড়ে৷ স্যাক্সনির রাজাদের চেম্বার হিসেবে সেই ভল্টের মধ্যে দুর্লভ অলংকারের অসাধারণ সংগ্রহ রয়েছে৷ ২০১৯ সালে অভাবনীয় ডাকাতির সময় কিছু সামগ্রী চুরি হয়েছিল৷ সৌভাগ্যবশত, চোরাই মালের অংশবিশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে৷
নিউ টাউন এলাকা না দেখলে ড্রেসডেন ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে, যদিও জায়গাটির নাম কিছুটা বিভ্রান্তির কারণ হতে পারে৷ বিশাল এক অগ্নিকাণ্ডের পর অষ্টাদশ শতাব্দীতে সেই এলাকা তৈরি করা হয়েছিল৷ আজ অনেক তরুণ-তরুণী সেখানে বাস করেন৷ অসংখ্য দোকান, ক্যাফে ও শিল্পীদের সমারোহ জায়গাটিকে আকর্ষণীয় করে তুলেছে৷ ড্রেসডেন শহরের বহুমুখী আকর্ষণের কারণ স্পষ্ট৷
অবশেষে স্যাক্সনির সুইজারল্যান্ডের উল্লেখ না করলেই নয়৷ ড্রেসডেনে এলে এলবে নদীর উপর স্টিমবোট ক্রুজে ঘোরার মজাই আলাদা৷ নৌকায় বসেই ঊনবিংশ শতাব্দীর লশভিৎস সেতু পেরিয়ে যাওয়া যায়, যা ‘ব্লু ওয়ান্ডার' নামে পরিচিত৷ কয়েক কিলোমিটার পরেই স্যাক্সনির সুইজারল্যান্ড বলে পরিচিত অঞ্চল চোখে পড়বে৷ চুনাপাথরের সেই পাহাড় হাইকার ও ক্লাইম্বারদের কাছে বেশ জনপ্রিয়৷
এত কিছু করার আছে, যে একঘেয়েমীর কোনো অবকাশই নেই৷
আন্দ্রেয়াস কিয়র্শহফ/এসবি