পশ্চিমবঙ্গে বিনিয়োগকে 'টাটা' জানালো টাটা
৩ অক্টোবর ২০০৮বিজ্ঞাপন
এরপর রতন টাটা সংবাদ সম্মেলনে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে আনার ঘোষণা দেন৷ প্রকল্প সরিয়ে নেয়ার ক্ষেত্রে অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে নিরাপত্তা৷
টাটা গ্রুপের প্রধান রতন শুক্রবার স্পষ্টই জানিয়ে দিলেন, যেখানে বোমা হামলার আশংকা আছে, কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আছে সেখানে কারখানা চলতে পারে না৷
সিঙ্গুর প্রকল্প নিয়ে মমতা বন্দোপাধ্যায়ের কর্মকান্ড সম্পর্কে রতন টাটা বলেন, কেউ যদি আমার মাথায় বন্দুক ঠেকায় আমি সরবো না৷ কিন্তু বন্দোপাধ্যায়তো ট্রিগারই টিপে দিয়েছেন৷
প্রসঙ্গত, সিঙ্গুর থেকে টাটা মুখ ফিরিয়ে নেয়ায় তাদের লাখ টাকার ন্যানো গাড়ীর উত্পাদন অনিশ্চয়তার মধ্যে পড়লো৷ এই ঘটনায় আন্তর্জাতিক মন্ডলে টাটার ভাবমুর্তি খানিকটা নিচের দিকে নামতে পারে বলেও মত দিয়েছেন অনেকে৷