পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় ৫ ইসলামি বিদ্রোহী নিহত
২৬ এপ্রিল ২০১০উত্তর ওয়াজিরিস্তানের মির আলি এলাকায় সোমবার ড্রোন বিমান থেকে তিনটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়৷ এতে অনেক লোক আহত হন বলেও জানা গেছে৷ তালেবান ও আল-কায়েদা জঙ্গিগোষ্ঠীর শক্তিশালী ঘাঁটি বলে ধরা হয় উত্তর ওয়াজিরিস্তানকে৷
নাম প্রকাশ না করার শর্তে এক নিরাপত্তা কর্মকর্তা হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন৷ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি জানান৷ তবে হামলায় কোনো শীর্ষস্হানীয় জঙ্গি নিহত হয়েছে কি না সে ব্যাপারটি তিনি নিশ্চিত করতে পারেন নি৷ ঐ কর্মকর্তা বলেন, হামলার পর চারটি মনুষ্যবিহীন বিমান উত্তর ওয়াজিরিস্তানের উপর প্রায় এক ঘন্টা ধরে উড়ে৷ তাই সঙ্গে সঙ্গেই উদ্ধার কাজ শুরু করা যায়নি৷ উল্লেখ্য, গত শনিবারে একই এলাকায় মার্কিন ড্রোন হামলায় সাত জঙ্গি নিহত হয়েছিল৷
সাম্প্রতিককালে তালেবান ও আল-কায়েদা জঙ্গিগোষ্ঠী আফগানিস্তানে ন্যাটো বাহিনীর উপর আক্রমণ শুরু করায় মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সিআইএ ড্রোন হামলার সংখ্যা বাড়িয়ে দেয়৷ ২০০৮ সালের আগষ্ট থেকে এ পর্যন্ত ড্রোন হামলায় ৮৫০ জনের বেশি লোক নিহত হয়েছে বলে জানা গেছে৷
মার্কিন কর্মকর্তারা বলছেন, তালেবান বিদ্রোহ দমনে ড্রোন আক্রমণ খুবই কার্যকরী৷ তবে সমালোচকরা বলছেন, এ ধরণের হামলায় সাধারণ মানুষের মধ্যে হতাহতের সংখ্যা বেশি হওয়ায় দিন দিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে মার্কিন বিরোধী অনুভূতি তৈরি হচ্ছে৷
এদিকে ওয়াশিংটন পোষ্ট পত্রিকা বলছে, নিরীহ মানুষ হতাহতের সংখ্যা কমাতে সিআইএ বর্তমানে ছোট আকারের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে৷ এছাড়া ড্রোন বিমানের পর্যবেক্ষণ প্রযুক্তিও আর উন্নত করা হয়েছে৷
প্রতিবেদক : জাহিদুল হক
সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক