পুনর্ব্যবহারযোগ্য উপকরণকে আকর্ষণীয় করে তুলছে এক ডাচ কোম্পানি
১৭ ডিসেম্বর ২০২০গোটা বিশ্বে আপসাইক্লিং প্রক্রিয়ার অসংখ্য চমকপ্রদ উদাহরণ রয়েছে৷ কিন্তু নির্মাণের ক্ষেত্রে রিসাইক্লিং কেন এখনো প্রচলিত হয়ে ওঠে নি? এমন উপকরণ বাজারে এসে গেছে, দামও বেশি নয়৷ তাতেও কেন কাজ হচ্ছে না? নেস্ট কোম্পানির ইনোভেশন ম্যানেজার এনরিকো মার্কেসি এই সব প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, ‘‘মূলত সিদ্ধান্তের কারণেই এমনটা ঘটছে৷ আমরা দেখতে পাচ্ছি, যে নানা রকম অনিশ্চয়তার কারণে মানুষ এ বিষয়ে বিভ্রান্তিতে ভোগে৷ বিশেষ করে আইন ও পরিকল্পনার অনেক বিষয় তাদের জানা নেই৷ তাছাড়া নতুন কোনো প্রবণতা প্রায়ই অনিশ্চয়তা সৃষ্টি করে৷ ফলে মানুষ দমে যায়৷ আমাদের কাছে সেটাই সবচেয়ে বড় বাধা৷’’
অন্যান্য দেশ এ ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে৷ যেমন নেদারল্যান্ডসে জঞ্জাল দিয়ে ইট তৈরি হচ্ছে৷ আমস্টারডাম শহরের দক্ষিণে এক ইট ভাটায় সেগুলি তৈরি হয়েছে৷ আদিম যুগের মতো হাতে করেই এই ইট তৈরি করা হয়েছে৷ ‘স্টোনরিসাইক্লিং’ নামের এক স্টার্টআপ কোম্পানি সেগুলিকে সম্বল করেই কাজ করছে৷ মূলত ভাঙা বাড়িঘর ও কলকারখানার বর্জ্য পুনর্ব্যবহার করেই এই ইট তৈরি করা হয়৷ এই উদ্যোগের সহ প্রতিষ্ঠাতা ভার্ড মাসা বলেন, ‘‘এই ইটের মধ্যে মজার কাহিনিও লুকিয়ে রয়েছে৷ আমার হাতের বস্তুটি আগে টয়লেট সিট, বেসিন অথবা রান্নাঘরের সেরামিক টাইল ছিল৷’’
পাথরের পুনর্ব্যবহারের প্রবণতাও এক বছর ধরে বেড়ে চলেছে৷ রঙিন ইটগুলির দাম বেশি হলেও অনেক বিক্রি হচ্ছে৷ ভার্ড মাসা বলেন, ‘‘এই রংকে আমরা ‘সল্ট অ্যান্ড পেপার' বলি৷ এই রং নুগা এবং অন্যটি সালামি৷ সবসময়ে ডিজাইন ও টেকসই বিষয়ের মধ্যে মেলবন্ধন ঘটানো হয়৷ মানুষ সুন্দর কিছু কিনতে চায়৷ কোনো কিছু একই সঙ্গে সুন্দর ও টেকসই হলে তো কথাই নেই৷ টেকসই হলেও কেউ তো কুৎসিত দেখতে বাড়িতে থাকতে চাইবে না!''
ইউরোপের অনেক নতুন অথবা সংস্কার করা বাসভবনে এই রঙিন পাথর শোভা পাচ্ছে৷ নেদারল্যান্ডস নির্মাণের ক্ষেত্রে রিসাইক্লিং প্রবণতার অন্যতম পথিকৃত৷ ২০৫০ সালের মধ্যে দেশটি সব জঞ্জাল পুনর্ব্যবহারের লক্ষ্যমাত্রা স্থির করেছে৷ ২০৩০ সালের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ হাসিল করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ ভার্ড মাসা মনে করেন, ‘‘সার্কুলার ইকোনমিতে রূপান্তরের প্রক্রিয়া তরান্বিত করার একটি মাত্র সমাধানসূত্র রয়েছে৷ এ ক্ষেত্রে রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে, শুধু করের ক্ষেত্রে ছাড় দিলে চলবে না৷ সেটা প্রথম পদক্ষেপ হতে পারে৷ মানুষ কোনো টেকসই উপকরণ ব্যবহার না করলে জরিমানা করতে হবে৷''
নেস্ট কোম্পানির ইনোভেশন ম্যানেজার হিসেবে এনরিকো মার্কেসি মনে করেন, ‘‘এটাই সেরা সময়৷ বিষয়টি যথেষ্ট অর্থবহ, মানুষ এর মর্ম বুঝবে৷ এর জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হয় না৷ তবে পরিবর্তনের জন্য সময় লাগবে৷ গত দেড়শো বছর ধরে আমাদের নির্মাণ শিল্প গড়ে উঠেছে এবং আজকের অবস্থায় পৌঁছেছে৷ বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় শাখা হয়ে উঠেছে৷ অতএব রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়৷
রাতারাতি না হলেও যত দ্রুত সম্ভব এই পরিবর্তনের প্রয়োজন রয়েছে৷ হাতে বেশি সময় নেই৷
মেলি জেন/এসবি