‘পুরস্কার জিতলেই সমকক্ষ'
১৮ ডিসেম্বর ২০১৩বক্সার নিউ নি উ মিয়ানমারের রক্ষণশীল সমাজে অন্যরকম একটি ভাবমূর্তি তুলে ধরেছেন দেশের নারীদের কাছে৷ ১৯ বছর বয়সি এই নারী নিজ দেশের রাজধানী নেপিদাও-এ অনুষ্ঠিত সাউথ-ইস্ট এশিয়ান গেমস-এ বক্সিং এ স্বর্ণ জিতেছেন৷ তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন ফিলিপাইন্সের নারী, যাকে বেশ কয়েক পয়েন্টে হারিয়ে বিজয় মুকুট ছিনিয়ে নেন তিনি৷
জয়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘‘বিদেশিদের সামনে এটা আমার প্রথম লড়াই এবং আমি খুশি যে এই লড়াইয়ে আমি জিতেছি এবং নিজের ভক্তদের সামনে লড়াইয়ে জয়ী হয়েছি৷'' বলেন, পরিবারের উন্নত ভবিষ্যতের জন্য তিনি এ লড়াই চালিয়ে যাবেন৷ এএফপিকে জানান, তাঁর এ অবস্থানে আসার পেছনে পরিবারের অবদান সবচেয়ে বেশি৷
২০০১ সাল থেকে নিয়মিত বক্সিং খেলে আসছেন তিনি৷ অংশ নিয়েছেন স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতায়৷ কিন্তু সেগুলোতে কখনোই স্বর্ণ জেতেননি৷ এর প্রধান কারণ ছিল সমর্থন ও অর্থের অভাব৷
আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ জানিয়েছে, মিয়ানমারের দুই তৃতীয়াংশ অধিবাসী নারী এবং এদের বেশিরভাগকে শ্রমের বিনিময়ে স্বল্প পারিশ্রমিক দেয়া হয়৷
বৌদ্ধ ধর্মের অনুসারী দেশের অধিবাসীরা বেশিরভাগই রক্ষণশীল এবং তারা সেখানকার ঐতিহ্যবাহী পোশাক পরেন৷ এ কারণে সেখানে কোনো প্রতিযোগিতার আয়োজন হলে আয়োজকরা নারী ক্রীড়াবিদদের পোশাক নিয়েই বেশি ভাবনায় পড়েন৷ ফলে বাদ পড়ে যায় জিমন্যাস্টিক এবং বিচ ভলিবলের মতো অনেক খেলা৷
কিন্তু বর্তমানে মিয়ানমারের নারীরা কেবল ভলিবল নয়, ফুটবলেও ভালো করছে৷ বক্সিং এ স্বর্ণ জয়ের পর মিয়ানমারের পুরো বক্সিং দলকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়৷ কারণ কেবল স্বর্ণই নয়, এই দলই একটি রৌপ্য এবং দুইটি ব্রোঞ্জও জিতেছে৷
নারী অধিকারকর্মী মে সাবে পিয়ু জানালেন, ক্রীড়া যে-কোনো দেশের নারীর ভূমিকাকে সমাজে সুদৃঢ় করে৷ যখন নারী ক্রীড়াবিদ কোনো পুরস্কার জেতেন, তখন তাঁকে পুরুষের সমকক্ষ মনে করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানেও সুচির মুখে একই ধরনের কথা শোনা গিয়েছিল৷ তিনি বলেছিলেন, আমরা সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই৷
২২ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা৷
এপিবি/জেডএইচ (এএফপি)