পুরুষদের সাজগোজের বাজার জমজমাট!
৮ জুলাই ২০২১জার্মানির কসমেটিক্স অ্যান্ড ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি এর এক অনলাইন জরিপে দেখা গেছে, শতকরা ৬০ জনেরও বেশি পুরুষের কাছে ত্বক এবং চুলের সৌন্দর্য চর্চা খুবই গুরুত্বপূর্ণ৷ এবং ৫৫ শতাংশ মনে করেন সুন্দর পরিস্কার নখ মানুষের আত্মমর্যাদা বৃদ্ধিতে সহায়ক৷ অনলাইন সমীক্ষাটিতে অংশ নেয় মোট এক হাজার পুরুষ ৷
ফ্র্যাঙ্কফুর্টের বডি কেয়ার অ্যান্ড ডিটারজেন্ট ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের মতে, তাদের প্রসাধনীর জন্য পুরুষদের কসমেটিক্স বিভাগটি একটি গুরুত্বপূর্ণ অংশ৷
একটি প্রসাধন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টার বির্গিট হুবার বলেন, "আমরা দেখছি পুরুষেরা ইদানিং প্রসাধনী সম্পর্কে আরও বেশি উত্সাহী হয়ে উঠেছে৷ এমনকি কোনো কোনো পুরুষ সেলিব্রেটি লাল গালিচায় তাদের নেলপালিশ লাগানো হাতও দেখিয়ে থাকে ন৷''
পুরুষদের সৌন্দর্যচর্চা আলাদা, মেয়েদের ত্বকের চেয়ে পুরুষদের ত্বক শতকরা ২০ ভাগ পুরু এবং অনেক বেশি তৈলাক্ত৷ পুরুষদের শরীরে চুল অনেক বেশি এবং ঘন৷ পুরুষদের চুল সাধারণত তাড়াতাড়ি তেলতেলে ও খুশকিপূর্ণ হয়ে যায়৷
এনএস/কেএম(ডিপিএ)