পেছালো অভিষেক
৯ জানুয়ারি ২০১৩অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা ছিল বৃহস্পতিবার৷ কিন্তু গত অক্টোবরে চতুর্থবারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হবার পর থেকে আবারও জেঁকে বসে তাঁর শারীরিক অসুস্থতা৷
চাবেস ক্যান্সারে ভুগছেন অনেকদিন ধরে৷ দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে কিউবায়৷ সেরে উঠছিলেন৷ মৃত্যুর আশঙ্কা জাগানো এ অসুখের সঙ্গে লড়ে নতুন উদ্যমে নেমেছিলেন নির্বাচনী লড়াইয়ে৷ জিতেছেন সেখানে৷ দেশকে নতুন সকাল দেখানোর অঙ্গীকার করেছেন৷ হয়ত সে অঙ্গীকার রক্ষাও করবেন তিনি৷ কিন্তু এ মুহূর্তে সেই সম্ভাবনার অনেকটাই আশঙ্কার কালো মেঘে ঢাকা৷ ক্যান্সার চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়ায় সংক্রমণ দেখা দিয়েছে ফুসফুসে৷ অবস্থা এতটাই খারাপ যে গত ডিসেম্বরে গুজব ছড়িয়েছিল উগো চাবেস আর নেই৷ দেশজুড়ে হাহাকার শুরু হতে দেখে চাবেসের মেয়ে মারিয়া গাব্রিয়েলা চাবেস টুইটারে লিখেছিলেন, ‘‘দোহাই আপনাদের, মিথ্যের পেছনে ছুটবেন না৷ তিনি ভালো আছেন৷''
কিন্তু খুব ভালো যে তিনি নেই, তা বুঝতে বেশি সময় লাগেনি৷ প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার জাতীয় সংসদে হাজির হয়ে শপথ নেয়ার কথা ছিল চাবেসের৷ কিন্তু মঙ্গলবার ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়ে দিলেন, কিউবার চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী ১০ই জানুয়ারির আগে প্রেসিডেন্টের পক্ষে হাসপাতাল ছাড়া সম্ভব নয়৷ অথচ চাবেসকে আরেক দফা শপথ নিতে দেখতে, তাঁকে সমর্থন জানাতে দক্ষিণ অ্যামেরিকার অনেকগুলো দেশের প্রেসিডেন্টের এ অনুষ্ঠানে যোগ দেয়ার কথা৷ তাঁদের কেউ কেউ আসবেন ঠিকই৷ বলিভিয়া এবং উরুগুয়ের প্রেসিডেন্ট জানিয়েছেন, চাবেস না থাকলেও তাঁকে সমর্থন জানাতে বৃহস্পতিবার কারাকাসেই থাকবেন তাঁরা৷
শপথ নেবেন কবে – এ প্রশ্নের পাশাপাশি আরেকটা প্রশ্নও বড় হয়ে উঠেছে, আর তা হলো, চাবেস কি আদৌ পুরোপুরি সুস্থ হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন? তাঁর কিছু হয়ে গেলে কী হবে ভেনেজুয়েলার? তাঁর বিকল্প কি কেউ আছেন? তবে চাবেসই বলে রেখেছেন, আছে৷ কে তিনি? নিকোলাস মাদুরো৷ বাস চালক থেকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হয়েছেন তিনি৷ স্বয়ং চাবেস মনে করেন, তাঁর অনুপস্থিতিতে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করাও মাদুরোর পক্ষে সম্ভব৷
এসিবি/ডিজি (ডিপিএ, এএফপি)