প্যারিসে একটি সপ্তাহান্ত
ফরাসি রাজধানীতে হেঁটে বেড়ালেই সে দেশের সংস্কৃতি, জীবনধারা সম্পর্কে অনেকটা ধারণা পাওয়া যায়৷ এই ছবিঘরে থাকছে প্যারিসের এমন সাতটি জায়গার কথা, যেখানে ঘুরতে পারেন সপ্তাহান্তে৷
উপর থেকে প্যারিস দেখা
ত্যুঁর ম্যঁবারনাসে হচ্ছে প্যারিসের সবচেয়ে উঁচু বিল্ডিং৷ ২১০ মিটার উঁচু এই ভবনের উপর থেকে প্যারিস, বিশেষ করে শহরের প্রতীক আইফেল টাওয়ার দেখার সুযোগ রয়েছে৷
আইফেল টাওয়ার
তবে আইফেল টাওয়ার হচ্ছে শহরের সবচেয়ে উঁচু কাঠামো৷ এটি ৩২৪ মিটার উঁচু৷ আর প্রতি বছর এই টাওয়ারে ওঠার সাত মিলিয়ন টিকিট বিক্রি হয়, যা এটিকে বিশ্বের সবচেয়ে প্রদর্শিত পর্যটন আকর্ষণে পরিনত করেছে৷ সতের ইউরোর বিনিময়ে লিফটে আইফেল টাওয়ারের উপরে ওঠা যায়৷ তবে সিঁড়ি বেয়ে উঠতে চাইলে ভাড়া আলাদা৷
সাক্রি ক্য
সাক্রি ক্য বাসিলিকার অবস্থান শহরের মনমার্টা পাহাড়ের উপর৷ প্যারিসের সবচেয়ে উঁচু পাহাড়ও এটি৷ উচ্চতা ১৩০ মিটার৷ যদি আপনি ভিড় এড়িয়ে সেখানটা উপভোগ করতে চান, তাহলে খুব সকালে বা বিকেলে যাবেন৷
স্যান নদীর তীর
সত্যি বলতে কী, প্যারিস হচ্ছে পায়ে হেঁটে দেখার শহর৷ শুধুমাত্র তখনই আপনি শহরের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন৷ এপ্রিল থেকে হাঁটার পরিবেশ আরো উন্নত করা হয়েছে৷ আগে যেখানে সেন নদীর তীর ধরে গাড়ি চলতো, সেখানে এখন নির্বিঘ্নে হাঁটা যায়৷
ল্যুভর মিউজিয়াম
প্যারিস ভ্রমণকারী অধিকাংশ পর্যটকই ল্যুভরে যান৷ এটি বিশ্বের অন্যতম বড় মিউজিয়াম৷ আর সেখানে যাওয়ার বড় কারণ হচ্ছে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা৷ তবে মিউজিয়ামে পৌঁছানোর পর আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে৷ আর পুরো মিউজিয়ামটি একদিনে দেখাও আসলে সম্ভব নয়৷ তবে একদিনে শেষ করতে চাইলে আগে থেকে কী কী দেখবেন তা নির্ধারণ করে নিতে পারেন৷
ফোডেশিয়ন ল্যুই ভিতুন
প্যারিসে আসলে মিউজিয়ামের অভাব নেই৷ বহু যুগ ধরেই সেখানে রয়েছে নানা মিউজিয়াম৷ তবে ফোনডেশিয়ন ল্যুই ভিতুন অপেক্ষাকৃত নতুন৷ ২০১৪ সালে তৈরি এই মিউজিয়ামে কন্টেম্পোরারি আর্ট প্রদর্শন করা হয়৷
গ্যালারি লাফায়েটে
এলিগেন্ট শপিংয়ের জন্য যেতে পারেন গ্যালারি লাফায়েটে৷ দেখতে অনেকটা অপেরা হাউসের মতো এই শপিং সেন্টারে পাবেন স্টাইলিশ বিভিন্ন পণ্য৷