প্রকৃতির মাঝে বাস করার পথে অনেক বাধা
১৯ এপ্রিল ২০২৩ম্যাথিউ ওয়াটকিনসন নিজের এক স্বপ্ন পূরণ করেছেন৷ প্রকৃতির উপহার দিয়েই উপার্জনের পথ বেছে নিয়েছেন তিনি৷ স্ত্রী ক্যারিস ও তিনি পশু চিকিৎসক হিসেবে নিজেদের পেশা ছেড়ে ওয়েলস প্রদেশের নিউপোর্টে সমুদ্রের ধারে নিজেদের ছোট্ট জমিতে চাষবাস করছেন৷ ম্যাথিউ মনে করেন, ‘‘সামান্য কল্পনাশক্তি থাকলেও অঢেল সুযোগ ও সম্ভাবনা চোখে পড়বে৷ শুধু ভিন্ন কিছু করার তাগিদ থাকতে হবে৷ আমরা সৃজনশীলতা ও কল্পনাশক্তি কাজে লাগিয়ে ভেড়া চরানোর মাঠে প্রাণ ভরিয়ে দিয়েছি৷''
ওয়াটকিনসন পরিবার বেশ স্বাবলম্বী হয়ে উঠেছে৷ তাঁদের বাড়ি বিদ্যুতের গ্রিডের সঙ্গে সংযুক্ত নয়৷ ওয়াশিং মেশিনের বদলে তারা হাতে চালানো যন্ত্র দিয়ে কাপড় কাচেন৷ মিনি উইন্ড মিল ও সৌর প্যানেল দিয়ে বিদ্যুতের চাহিদা মেটে৷
কিন্তু বাতাস চলাচল কমে গেলে বা আকাশে মেঘ করলে বিদ্যুতের জোগানও কমে যায়৷ সব কিছুই জোড়াতালি দিয়ে চলে৷ সব কিছু পুনর্ব্যবহার করা হয়৷ এমনকি পুরানো গাড়িও বাদ যায় না৷ চ্যারিস ওয়াটকিনসন সেগুলি দেখিয়ে বলেন, ‘‘এটির মধ্যে আমরা সব বীজ রাখি, সেখান থেকেই বীজ বপন করা হয়৷ এটির মধ্যে বাড়তি শোবার ঘর রয়েছে৷ আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধব এলে থাকতে পারে৷''
স্মৃতিচারণ করতে গিয়ে তার স্বামী ম্যাথিউ বলেন, ‘‘আমরা ঘোড়ার লরি দিয়ে শুরু করেছিলাম, যেটা বাসের যোগ্য করে তোলার সবচেয়ে দ্রুত উপায় মনে হয়েছিল৷ আরও বেশি জায়গার প্রয়োজন মেটাতে আমরা কিছু ট্রাক্টরের ট্রেলার জোগাড় করলাম৷ সবকটি জুড়ে উপরে কাঠের ছাদ বসিয়ে এই ফল পেয়েছি৷ সে সময়ে এমন এলোমেলো সব জিনিস জুড়তে হয়েছিল৷''
অরগ্যানিক জীবনধারার পথিকৃত হিসেবে স্বীকৃতি পেতে এই পরিবারকে অনেক আমলাতান্ত্রিক জটিলতার মুখোমুখি হতে হয়েছে৷ গ্রামের বাসায় সেই পরিবার যথেষ্ট উৎপাদন করছে কিনা, প্রতি বছর কর্তৃপক্ষ তা পরীক্ষা করে৷ কারণ তার সঙ্গে জাতীয় পার্কের মাঝে নির্মাণের অনুমতির বিষয়টি জড়িয়ে রয়েছে৷ চ্যারিস বলেন, ‘‘ইকলজিক্যাল ফুটপ্রিন্ট দেখাতে ব্যয়ের সব হিসেব পেশ করতে হয়৷ সব খাবারদাবার, স্টেশনারি, ব্যবহৃত জামাকাপড়, নতুন জামাকাপড়, জুতা – সবকিছু৷''
ছয় বছর ধরে ওয়াটকিনসন পরিবার সেখানে বাস করছেন৷ এখন তাদের প্রতিবেশীরা নিজেদের জমিতে প্রবেশের পথ কঠিন করে তুলতে চায়৷ এই পরিবার আগে এমন আশঙ্কা করে নি৷ ম্যাথিউ মনে করেন, ‘‘নিজের বিশ্বাসের মূলে বাধাই সবচেয়ে কঠিন বিষয়৷ জমির এই ফালি মানুষ ও বন্যপ্রাণীর জন্য আরও বাসযোগ্য করে তোলায় আমি বিশ্বাস করি৷''
ওয়াটকিনসন পরিবার অনেক কিছু ত্যাগের সিদ্ধান্ত নিয়েছে৷ পুরানো ট্রেলারের মধ্যে থাকা মোটেই আরামদায়ক নয়, বিশেষ করে শীতের সন্ধ্যাগুলিতে বেশ কষ্ট হয়৷ তা সত্ত্বেও সেই বাসার প্রতি হৃদয়ের টান আরও জোরালো হয়েছে৷ তাছাড়া তাঁরা নিজেদের সন্তানদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে চান৷ চ্যারিস ওয়াটকিনসন বলেন, ‘‘আমরা পরিবেশের উপর অনেক কম প্রভাব রাখছি৷ ফলে তারা দেখতে পাচ্ছে, কীভাবে ভবিষ্যতেও তারা এমনটা করতে পারে৷ বিদ্যুৎ সংযোগ, টেলিভিশন ও ইন্টারনেট পুরোপুরি বর্জন না করেও এমনটা করা যায়৷ সে সব থাকা সত্ত্বেও আমরা এটা করতে পারছি৷''
কয়েকজন প্রতিবেশির ভ্রুকুটি সত্ত্বেও ওয়াটকিনসন পরিবার আশা করছে, যে এভাবে আরও মানুষকে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করার প্রেরণা জোগানো যাবে৷
বির্গিট মাস/এসবি