প্রাণ বাজি রেখে সম্মুখ যুদ্ধ করেন বীর সৈনিক সালেহা
২৭ মার্চ ২০১১সালেহা বেগম৷ জন্ম ১৯৫৩ সালের ৪ মার্চ ৷ বাবা মোহাম্মদ আব্দুল জব্বার৷ মাতা মমতাজ আরা বেগম৷ মুক্তিযুদ্ধ শুরুর সময় যশোর মহিলা কলেজে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী সালেহা৷ মূলত মুক্তিযুদ্ধ শুরুর আগেই ১৯৬৯ সালে যে নিউক্লিয়াস হয় সেটার সদস্য ছিলেন সালেহা৷ নিউক্লিয়াসের উদ্দেশ্য ছিল বাংলাদেশ স্বাধীন করা৷ সমাজতান্ত্রিক শোষণমুক্ত সাম্রাজ্যবাদমুক্ত একটা দেশ গড়া৷ এভাবে তাঁরা সংগঠিত হতে থাকেন৷ গড়ে তোলেন প্রশিক্ষণ কেন্দ্র৷
১৯৭০ সালের ডিসেম্বর মাস থেকে সেখানে সামরিক প্রশিক্ষণ শুরু হয়৷ সেখানে প্রায় ২০০ ছেলে এবং পাঁচ জন মেয়েকে প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণের মধ্যে ছিল অস্ত্র চালনা, বোমা তৈরি, বোমা নিষ্ক্রিয় করণ ইত্যাদি৷ এরপর মুক্তিযুদ্ধ শুরু হলে প্রাণ বাজি রেখে সরাসরি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন সালেহা এবং তাঁর দল৷ যশোরের বিভিন্ন জায়গায় সম্মুখ যুদ্ধে অংশ নেন সালেহা৷ এছাড়া ওয়ারলেস এবং গেরিলা হামলার মতো আরো উন্নত প্রশিক্ষণের জন্য ভারতে চলে যান৷ ভারতের দত্তফুলিয়া এবং এপারে মহেশপুর অঞ্চলে দীর্ঘ সময় কাজ করেন তিনি৷
ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধের কিছু ঘটনার কথা জানান সালেহা৷ তিনি বলেন, ‘‘আমি একদিন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি৷ এটা ছিল যশোরের বাহাদুরপুর অঞ্চল৷ প্রায় সব প্রস্তুতি শেষ৷ বাহিনীর অন্যান্য সবাই বিভিন্ন জায়গা থেকে এসে একত্রিত হয়৷ এসময় আমার কাছে ছোট্ট একটা চিরকুট আসে৷ এতে লেখা যে, আমরা না বলা পর্যন্ত আপনি বেরুবেন না৷ এটা থানা কমান্ড থেকে আমার কাছে নির্দেশ হিসেবে পাঠানো হয়৷ ফলে আমি ভাবলাম যে, এটা আমার মেনে চলা উচিত৷ হয়তো মারাত্মক কোন ঘটনা ঘটেছে৷ ফলে আমি আর সেখানে গেলাম না৷ পরে জানতে পারি যে, সেখানে আমাদের যে ছেলেরা ছিল তারা চারপাশ দিয়ে পাক সেনাদের ঘেরাও এ পড়ে গিয়েছিল৷ প্রচণ্ড যুদ্ধ হয়৷ সবচেয়ে মনে রাখার মতো বিষয় হলো যে, আমাদের মাত্র ৫/৬ জন মুক্তিযোদ্ধা ছিল৷ অথচ তারা কেউ পিছু হটেনি৷ তাদের কি অদম্য দেশপ্রেম? বরং নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে তারা পাক সেনাদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে যায়৷ আমি সেখানে গেলে আমিও সেদিন মারা যেতাম৷ সেজন্যই আমাকে চিরকুট পাঠানো হয়েছিল৷''
নারী হিসেবে গুপ্ত হামলা, গোয়েন্দাগিরি কিংবা অস্ত্র সরবরাহের মতো তুলনামূলকভাবে কিছুটা সহজ কাজ নয় বরং নিয়মিত বাহিনীর সদস্য হিসেবে অনেকগুলো সম্মুখযুদ্ধে যোগ দিয়েছেন সালেহা৷ অধিকাংশ ক্ষেত্রেই পাক সেনাদের গুলি করে মেরেছেন৷ খুব কাছে থেকে পাক সেনাদের উপর হামলা চালিয়েছেন৷ তবে পাক সেনাদের ধরে আনার ঘটনা ঘটেছে মাত্র একবারই৷ অন্যান্য সময় পাক সেনারা নিহত হলেও তারা নিহত সেনাদের লাশ নিয়ে পালিয়ে যেতো৷ ফলে পাক সেনাদের লাশ পাওয়া যেতো না, বলে জানালেন এই বীর সাহসী মুক্তিযোদ্ধা৷
আরেকদিনের ভয়ংকর কিন্তু মজার ঘটনার কথা জানান সালেহা৷ তাঁর ভাষায়, ‘‘প্রথমদিকের ঘটনা এটি৷ আমরা প্রশিক্ষণ নিলেও সবাইতো আর এক রকমভাবে প্রশিক্ষিত কিংবা যুদ্ধে অভিজ্ঞ ছিলাম না৷ এ অবস্থায় একদিন বারান্দিপাড়ায় আমরা যুদ্ধের জন্য অবস্থান নিয়েছি৷ নিজেদের অবস্থানের জন্য প্রয়োজন মতো মাটি খুঁড়ে ট্রেঞ্চ তৈরি করা হয়েছিল৷ সেসব ট্রেঞ্চে শুয়ে সেখান থেকে গুলি করতে হবে৷ তবে সবাই ট্রেঞ্চে অবস্থান নিতে না পারায়, অনেকে যে যেখানে জায়গা পেয়েছে শুয়ে অবস্থান নিয়েছে৷ গোলাগুলি শুরু হয়ে গেছে৷ সামনে পাক সেনাদের লক্ষ্য করে আমরা গুলি ছুঁড়ছি৷ কিন্তু হঠাৎ করে দেখা গেল পেছন থেকে কয়েকটি গুলি আসল৷ আমাদের একেবারে কানের পাশ দিয়ে চলে গেল৷ তবে ভাগ্যিস হেলমেট পরা ছিলাম৷ ফলে কেউ আমরা আহত হইনি৷ কিন্তু আমরা তো সবাই হতবাক৷ পাক সেনারা তো সামনে আছে৷ পেছনে তো পাক সেনা নেই৷ তাহলে গুলি আসল কোথা থেকে? পরে খোঁজ নিয়ে জানা গেল যে পেছনে আমাদের মুক্তিযোদ্ধাদেরই কেউ গুলি ছুঁড়েছে৷ বিষয়টা বোঝার সাথে সাথে তাদেরকে থামানো হলো৷ অবশ্য পরে আর এমন ঘটনা ঘটেনি৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন