প্লাস্টিকের বোতল দিয়ে ঝাড়লণ্ঠন তৈরি করছেন চেক শিল্পী
২৫ নভেম্বর ২০২১অতীতের জঞ্জাল ভবিষ্যতের শিল্পকীর্তি হয়ে উঠছে৷ ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল রিসাইক্লিংয়ের দৌলতে ভাস্কর্যে পরিণত হচ্ছে৷ এই উদ্যোগের পেছনে রয়েছেন চেক প্রজাতন্ত্রের শিল্পী ভেরোনিকা রিশত্রোভা৷ ২০০৪ সাল থেকে তিনি এমন সৃষ্টি করে চলেছেন৷
ভেরোনিকা প্রাগের কাছে বুশটিয়েরাট শহরে বাস করেন৷ প্রাগ ও প্যারিসে তিনি শিল্পকলা, স্থাপত্য ও ডিজাইন নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন৷ ফ্রান্সে তিনি মূলত পুরানো ধাতু নিয়ে কাজ করেছেন৷ স্থাপত্যের উপকরণ হিসেবে প্লাস্টিক ব্যবহারের কোনো পরিকল্পনা ছিল না৷ ভেরোনিকা বলেন, ‘‘সেটা ছিল কাকতালীয় ঘটনা৷ জানি না, কাকতালীয় ছিল না উপর থেকে যেন আমার কাছে নির্দেশ এসেছিল৷ একবার গরম বাতাস নিয়ে কাজ করছিলাম এবং পানীয় শেষ করার পর বোতলটি গরম করছিলাম৷ ঠিক সেই মুহূর্তে স্থাপত্যের জন্য এই উপকরণ ব্যবহারের আইডিয়া এসেছিল৷ সবাই বলেছিলো, তুমি কি পাগল! এ তো জঞ্জাল!''
পলিইথিলিন টেরেফথালেট দিয়ে পেট বোতল তৈরি করা হয়৷ পেট্রোলিয়াম দিয়ে তৈরি বলে প্লাস্টিক পরিবেশের জন্য ক্ষতিকর৷ প্লাস্টিকের ক্ষয় হতে দীর্ঘ সময় লাগে৷
তথাকথিত ‘পেট আর্ট'-এর মাধ্যমে ভেরোনিকা উপাদান হিসেবে প্লাস্টিকের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল রিসাইক্লিংয়ের বিস্ময়কর সম্ভাবনা তুলে ধরছেন৷ বর্তমানে তিনি এক ঝাড়লণ্ঠন তৈরির কাজে ব্যস্ত৷ ভেরোনিকা জানান, ‘‘কাজ শুরু করার সময় একটা আইডিয়া থাকে৷ প্রায়ই দেখি, সেই আইডিয়া কাজ করছে না৷ তখন হয় অন্য কৌশল প্রয়োগ করতে হয় অথবা অন্য বোতলের খোঁজ করতে হয়৷ কাজ করতে করতে বুঝতে পারি, কীভাবে সেটি করা সম্ভব৷''
এই চেক শিল্পী প্লাস্টিক জঞ্জাল থেকে শিল্পসৃষ্টি করতে নানা কৌশল আবিষ্কার করেছেন৷ প্লাস্টিকের বোতল গরম করে, গলিয়ে, কেটে এবং জোড়া দিয়ে ভেরোনিকা নানা ধরনের বস্তুর রূপ দিচ্ছেন৷ তাঁর মতে, কীভাবে ধরতে হয়, কোন তাপমাত্রায় কতক্ষণ গরম করতে হয়, সেসব জানতে হবে৷ অভিজ্ঞতাই আসল কথা৷
তাঁর বাগানবাড়ি ও ছোট চালা ঘর নানা রং ও আকার-আকৃতির হাজার হাজার পেট-বোতলের গুদাম হয়ে উঠেছে৷ নিজের উদ্যোগ সম্পর্কে ভেরোনিকা বলেন, ‘‘আমার শিল্পের মাধ্যমে পৃথিবী বাঁচাতে পারবো বলে মনে করি না৷ তবে জিনিসপত্রের যে পুনর্ব্যবহার করা যায়, বিশ্বকে আমি সেটা দেখাতে চাই৷ কোনো কিছু সৃষ্টির পর প্রায়ই কিছু প্লাস্টিকের বোতল পড়ে থাকে৷ যেমন এটি এক মাছির শরীর হয়ে উঠবে৷ তারপরেও যা উদ্বৃত্ত থাকবে, সেটি দিয়েও গাছ বা অন্য কিছু তৈরি হবে৷ সেটা থেকে প্রেরণা পাই৷ কখনো তা শেষ হয় না৷''
অর্ডার অনুযায়ী এই শিল্পকর্ম তৈরি করেছেন ভেরোনিকা৷ ৮০০ ইউরো মূল্যে সেটি বিক্রিও হয়ে গেছে৷ এই কাজে তিনি ৪০টি বোতল পুনর্ব্যবহার করেছেন৷ ভেরোনিকার প্লাস্টিক শিল্প একই সঙ্গে সৃজনশীল ও পরিবেশবান্ধব৷
রেগিনা নিডেনসু/এসবি