ফেটেল জিতলেন সিঙ্গাপুরেও
২২ সেপ্টেম্বর ২০১৩মিশায়েল শুমাখারের বিদায়ে জার্মান ফর্মুলা-ওয়ান-মোদীদের দুঃখ করার আর বিশেষ সুযোগ দেননি ফেটেল৷ পর পর তিনবার চ্যাম্পিয়নশিপ জয়ের পর এবার চতুর্থবারের দিকে যে অবিশ্বাস্য আস্থা, ধৈর্য এবং স্থিরতা নিয়ে এগোচ্ছেন, তাতে তাঁকে রোখে কার সাধ্য!
সিঙ্গাপুরের মারিনা বে লাইটসের নীচে ফেটেল ফেরারির ফ্যার্নান্দো আলন্সোকে হারিয়েছেন ৩২ দশমিক ৬ সেকেন্ডে৷ এর ফলে আলন্সো ফেটেলের থেকে ৬০ পয়েন্ট পিছিয়ে পড়লেন৷ হাতে মাত্র ছ'টি রেস বাকি৷
সিঙ্গাপুরে তৃতীয় হয়েছেন লোটাসের কিমি রাইক্কোনেন; চতুর্থ মার্সিডিজের নিকো রসব্যার্গ; পঞ্চম ঐ মার্সিডিজের লিউয়িস হ্যামিল্টন৷ এর মধ্যে একমাত্র প্রথম কর্নারে রসব্যার্গ পোল পোজিশনে থাকা ফেটেলকে ওভারটেক করতে সমর্থ হন, কিন্তু দ্বিতীয় বাঁকেই আবার লিড ছিনিয়ে নেন ফেটেল৷ পরে একটি সেফটি কার পর্যায়ে সে লিড কমে এলেও ফেটেলকে আরো একবার বিজয়ী হওয়া থেকে কেউ রুখতে পারেননি৷
এসি / এসবি (এপি)