1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ফাইনালে’ শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের মেয়েদের হার

২৪ জানুয়ারি ২০২২

লিগ পর্বের ম্যাচ হয়েও প্রেক্ষাপটের কারণে তা হয়ে উঠেছিল ফাইনাল৷ প্রতিপক্ষের চামারি আতাপাত্তুর অলরাউন্ড পারফরম্যান্স গড়ে দারুণ জয়ে কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে জায়গা করে নিল শ্রীলঙ্কা৷

https://p.dw.com/p/45zKd
Bangladesch Cricket Sanjida Islam Murshida Khatun
ফাইল ছবিছবি: Richard Wainwright/AAP/imago images

কমনওয়েলথ গেমসের মেয়েদের ক্রিকেট বাছাইপর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার জয় ২২ রানে৷  টানা তিন ম্যাচে দাপুটে জয় নিয়ে এই ম্যাচে মুখোমুখি হয় দুই দল। সেখানে বাংলাদেশকে মাড়িয়ে শ্রীলঙ্কার জয়রথ পৌঁছে গেল মূল পর্বে৷ আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসে খেলবে লঙ্কানরা৷ কাছে গিয়েও বাংলাদেশ পারল না৷

কুয়ালা লামপুরে সোমবার শ্রীলঙ্কা ২০ ওভারে তোলে ১৩৬ রান৷ বাংলাদেশ পুরো ওভার খেলে কেবল ৫ উইকেট হারালেও করতে পারে মাত্র ১১৪ রান৷

লঙ্কান অধিনায়ক আতাপাত্তু ওপেনিংয়ে ২৮ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং স্পর্শ করে ১৭ রানে নেন ৩ উইকেট৷

টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের তৃতীয় ওভারে ধাক্কা দেন সুরাইয়া আজমিন৷ বাংলাদেশের পেসার বিদায় করে দেন লঙ্কান ওপেনার ভাস্মি গুনারাত্নেকে৷  আরেক প্রান্তে আতাপাত্তু বাউন্ডারি আদায় করতে থাকেন নিয়মিত৷ সুরাইয়াকে দুটি বাউন্ডারি মারেন তিনি৷  বাংলাদেশের সেরা স্পিনার নাহিদা আক্তারকে ছক্কায় ওড়ান পরপর দুই ওভারে৷ লেগ স্পিনার রুমানা আহমেদের এক ওভারে মারেন চার ও ছক্কা৷

৬ চার ও ৩ ছক্কায় আতাপাত্তুর ইনিংসটি থামে দশম ওভারে রুমানার বলে স্টাম্পড হয়ে৷ লঙ্কানরা তাতে দমে যায়নি৷

বাংলাদেশের হয়ে অভিজ্ঞ স্পিনার সালমা খাতুন আঁটসাঁট বোলিং করলেও খুব সুবিধা করতে পারেননি অন্যরা৷ নির্ভরযোগ্য স্পিনার নাহিদা দুই উইকেট নিতে পারলেও ছিলেন বেশ খরুচে৷

চ্যালেঞ্জিং রান তাড়ায় বাংলাদেশ ওপেনার শামিমা সুলতানাকে দ্রুতই হারায়৷ দ্বিতীয় উইকেটে মুর্শিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়লেও তাতে লেগে যায় ৯ ওভার৷

এই দুজনের কেউ ইনিংস বড়ও করতে পারেননি৷ ৩৬ বলে ৩৬ করা মুর্শিদাকে ফিরিয়ে জুটি ভাঙেন আতাপাত্তু৷

বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা পরিস্থিতির দাবিতে দ্রুত রান তুলতে পারেননি৷ সোবহানা মোস্তারিও দারুণ কিছু করতে পারেননি৷

বিস্ময়করভাবে, দ্রুত রান তুলতে সক্ষম অভিজ্ঞ রুমানা আহমেদকে ব্যাটিংয়ে নামানো হয় সোবহানা ও রিতু মনির পরে৷ সাত নম্বরে নেমে রুমানার তখন করার ছিল না তেমন কিছু ছিল না৷

বাংলাদেশের বিপক্ষে ২০১৮ সালে ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন আতাপাত্তু, এবার  নিজের সেই সেরা ছুঁয়ে ফেলেন আবার৷ লঙ্কান অধিনায়ক ম্যাচের সেরা তো বটেই, আসরে ২২১ রান করে ও ৪ উইকেট নিয়ে সিরিজের সেরাও তিনিই৷

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা : ২০ ওভারে ১৩৬/৬ (গুনারত্নে ৭, আতাপাত্তু ৪৮, হাসিনি ৭, হার্শিথা ১৯, নিলাকশি ২৮, আনুশকা ২০, কাঞ্চনা ০, দিলহারি ১; সালমা ৪-০-১৪-১, সুরাইয়া ২-০-১২-১, নাহিদা ৪-০-৩৪-২, রুমানা ৪-০-৩৩-১, রিতু ৩-০-২৩-০, মেঘলা ৩-০-১৭-০) ৷

বাংলাদেশ: ২০ ওভারে ১১৪/৫ (শামিমা ৬, মুর্শিদা ৩৬, ফারজানা ৩৩, নিগার ২০, সোবহানা ১১, রিতু ০, রুমানা ২; উদেশিকা ২-০-২২-০, দিলহারি ৪-০-২১-০, কাঞ্চনা ২-০-১৩-১, রানাভিরা ৪-০-২২-০, নিসানসালা ৪-০-১৭-০, আতাপাত্তু ৪-০-১৭-৩) ৷

ফল: শ্রীলঙ্কা ২২ রানে জয়ী৷

প্লেয়ার অব দা ম্যাচ: চামারি আতাপাত্তু৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান